× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাফুফে নির্বাচন ২০২৪

ভোটগ্রহণ শেষে চলছে গণনা

ডেস্ক রিপোর্ট

২৬ অক্টোবর ২০২৪, ১৮:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২৬ অক্টোবর) বাফুফে নির্বাচনের ভোট প্রদান পর্ব শেষ হয়েছে। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দিতে আসেননি চট্টগ্রাম আবাহনী, নীলফামারী, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা এবং চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর। এখন চলছে ভোট গণনার কাজ।

সিনিয়র সহ-সভাপতি ছাড়া সভাপতি, সহ-সভাপতি, সদস্য পদে ভোট হয়েছে। এই ২০ পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ৪৫। ১৫ নির্বাহী সদস্যের বিপরীতে প্রার্থী ৩৭ জন, ৪ সহ-সভাপতি পদে ৬ জন ও সভাপতি পদে ২ জন রয়েছেন।

কাউন্সিলরদের সভাপতি, সহ-সভাপতি সদস্য তিনটি পৃথক ব্যালট প্রদান করা হয়েছে। প্রতি ব্যালটে সুনির্দিষ্ট পদ সংখ্যক ভোট প্রদান করতে হবে। পদের চেয়ে কম-বেশি ভোটে সেই ব্যালট বাতিল হবে।

ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর নির্বাচন কমিশন ভোট গণনা করছে। নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে - সভাপতি, সহ-সভাপতি সদস্য এই ক্রমান্বয়ে ভোট গণনা হবে। কাউন্সিলরদের ভোটে বাফুফের নির্বাহী কমিটির কর্মকর্তারা নির্বাচিত হবেন। বাফুফে নির্বাহী কমিটির মেয়াদ বছর।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.