× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাওয়ালপিন্ডি টেস্ট

দ্বিতীয় দিন শেষে চালকের আসনে পাকিস্তান

ডেস্ক রিপোর্ট

২৫ অক্টোবর ২০২৪, ২১:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২৫ অক্টোবর) পাকিস্তান বনাম ইংল্যান্ডের ৩ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের খেলায় শুরুতে পাকিস্তান নিজেদের পাতা ফাঁদে হোঁচট খেলেও তা দারুণভাবে সামলে নিয়ে দিন শেষে ইংল্যান্ডকে চেপে ধরেছে।

গতকালই পাকিস্তানের ব্যাটিং শুরু হয় হতাশাজনকভাবে। তবে দ্বিতীয় দিনের খেলায় ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় পাকিস্তান। পাকিস্তানের স্পিনারের মত ইংলিশ স্পিনারের বোলিং অ্যাটাকে নাজেহাল অবস্থা হয়  শান মাসুদ বাহিনীর। যেখানে টপ অর্ডারের আবদুল্লাহ শফিক (১৪), সাইম আইয়ুব (১৯), শান মাসুদ (২৬) এবং কামরান গুলাম (৩৯) তেমন ভালো অবদান রাখতে পারেননি।  শোয়েব বাশির  রেহান আহমেদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান ১৭৭ রান তুলতেই উইকেট হারায়। শোয়েব বাশির তুলে নেন তিন উইকেট। যার মধ্যে আবদুল্লাহ শফিক এবং শান মাসুদের মত গুরুত্বপূর্ণ ব্যাটাররা রয়েছেন। টপ অর্ডারে পাকিস্তানের ব্যাটিং  বিপর্যয়ের পর মিডল ও লেট মিডল অর্ডারে ধস নামান আরেক স্পিনার রেহান আহমেদ।  রিজওয়ান, সালমান আলী আমির জামাল  এই  স্পিনারের শিকার হন।  

দলের বিপর্যয়ে এদিন ম্যাচের হাল ধরেন সাউদ শাকিল তিনি নোমান আলীকে সাথে নিয়ে দলকে সামনে নিয়ে যান। চা বিরতির আগে নোমান আলীর উইকেট নিয়ে এই দুই ব্যাটারের ৮০ রানের জুটি ভাঙে  শোয়েব বাশির। সাউদ শাকিল দুই বোলারের সাপোর্ট নিয়ে দলীয় সংগ্রহ ৩৪৪ রানে নিয়ে গেলে ৭৭ রানের লিড পায় পাকিস্তান। দিন শেষে অপরাজিত থাকেন সাজিদ খান ৪৮ বলে ৪৮ রানে। নোমান আলী আউট হয়েছিলেন ৪৫ রানে।

ইংলিশদের বোলারদের মধ্যে রেহান ৪টি, শোয়েব ৩টি, গাস ২টি এবং জ্যাক ১টি উইকেট শিকার করেন।

৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। জাক ক্রলি, বেন ডাকেট এবং ওলি পোপ দ্রুত আউট হয়ে যান। মাত্র ২০ রানে ৩ উইকেট হারায় বেন স্টোকসের দল। ইংল্যান্ডের দলীয় সংগ্রহ যখন ৩ উইকেট হারিয়ে ২৪ রান তখন রুট ও ব্রুক অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.