আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচনা ছিল টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর উদ্দেশ্যে। বিগত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটের এই ফরম্যাটের সংখ্যা ও গুরুত্ব বৃদ্ধি পেয়েছে, যদিও বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সাফল্যের পরিমাণ খুব একটা বৃদ্ধি পায়নি।
বর্তমান চক্রে বাংলাদেশের জয় কিছুটা বৃদ্ধি পেলেও, সামগ্রিকভাবে তাদের অবস্থান আগের মতোই রয়ে গেছে। তবে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয় একটি উল্লেখযোগ্য অর্জন। এই সাফল্যের মাঝে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সও বিশেষভাবে আলোচিত হয়েছে। মিরাজ একমাত্র ক্রিকেটার হিসেবে চলতি চক্রে ৫০০ রান এবং ৩০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৯৭ রানের ইনিংস খেলার মাধ্যমে তিনি এই অর্জন সম্পন্ন করেন। চলতি চাম্পিয়নশিপে মিরাজের রান এখন ৫৫৪।
মিরাজের বল হাতে শিকার করা উইকেটের সংখ্যা ৩৪, যা তাকে শীর্ষ উইকেটশিকারীদের তালিকায় ১২তম স্থানে রেখেছে। তালিকার শীর্ষে রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, যিনি ৫৬ উইকেট শিকার করেছেন। ব্যাটিংয়ে সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে আছেন ইংল্যান্ডের জো রুট, যার রান ১,৭১৭। মেহেদী হাসান মিরাজের বর্তমান পরিসংখ্যান ৫৫৪ রান ও ৩৪ উইকেট, যা তাকে এই সাফল্যের রোলমডেলদের তালিকায় স্থান দিয়েছে।
মিরাজের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের এক চক্রে ৫০০ রান ও ৩০ উইকেটের জোড়া মাইলফলক স্পর্শ করতে পেরেছিলেন মাত্র দুইজন:
১। বেন স্টোকস
* ২০১৯-২০২১ চক্র: ১,৩৩৪ রান ও ৩৪ উইকেট
* ২০২১-২০২৩ চক্র: ৯৭১ রান ও ৩০ উইকেট
২। রবীন্দ্র জাদেজা
* ২০২১-২০২৩ চক্র: ৭২১ রান ও ৪৭ উইকেট
বাংলাদেশের ক্রিকেটের জন্য মিরাজের এই অর্জন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং আশা করা হচ্ছে, ভবিষ্যতে তিনি আরো সাফল্য অর্জন করবেন।