× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিরপুর টেস্ট

দক্ষিণ আফ্রিকার ৭ উইকেটে জয়

ডেস্ক রিপোর্ট

২৪ অক্টোবর ২০২৪, ১১:৫৯ এএম । আপডেটঃ ২৫ অক্টোবর ২০২৪, ০০:২০ এএম

ছবিঃ সংগৃহীত।

মিরপুর টেস্টে অনেকগুলো ঘটনার সাক্ষী হলো দর্শকরা। আজ (২৪ অক্টোবর) বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের চতুর্থ দিনে প্রোটিয়াদের জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। জবাবে লাঞ্চের আগেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে ভেড়ে দক্ষিণ আফ্রিকা। 

গতকাল আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলা বন্ধ হয়ে যাবার আগে ৮১ রানের লিড নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। নাইমকে সঙ্গী করে ৮৭ রানে অপরাজিত ছিলেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের  সাবমেরিন হয়ে যাওয়া ডোবা তরী টেনে তুলে একাই ভাসিয়ে নিয়ে যাচ্ছিলেন মিরাজ।  তৃতীয় দিনের সকালের শুরুতে জয়, মুশফিক ও লিটনের বিদায়ে জেগেছিল ইনিংস পরাজয়ের শঙ্কা। ১০১ রানে পিছিয়ে দিন শুরু করলেও সেই শঙ্কা দূরে ঠেলে বাংলাদেশ লিডের পথে এগিয়েছে মেহেদী হাসান মিরাজের দারুণ দৃঢ়তায়। জাকের আলীকে নিয়ে সপ্তম উইকেটে রেকর্ড জুটি গড়েছেন। অভিষিক্ত জাকের আলী ৫৮ রানে ফিরলে নাঈমকে নিয়ে আবার প্রতিরোধ গড়েছেন তিনি। 

আজ মিরপুর টেস্টের চতুর্থ দিন মিরাজের ব্যাটের দিকেই তাকিয়ে ছিল গোটা বাংলাদেশ। আশা ছিল লিড বাড়িয়ে প্রোটিয়াদের সামনে লড়াই করার মত একটা লক্ষ্য ছুঁড়ে দেবে টাইগাররা। তবে মিরপুর টেস্টের শুরু থেকেই টাইগার ব্যাটারদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিলেন রাবাদা। সেই রাবাদাই চতুর্থ দিনের প্রথম ওভারেই এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন নাইমকে। এরপর খেলা আর বেশিদুর এগোয় নি। তাইজুল ৭ রানে আউট হয়ে গেলে শেষ উইকেট জুটিতে হাসান মাহমুদকে নিয়ে দলীয় সংগ্রহ আর যতটা বাড়ানো যায় সেই চেষ্টাই করছিলেন মেহেদি হাসান মিরাজ। তবে আবারও ঘাতক রূপে আবির্ভাব রাবাদার। মিরাজ ৯৭ রানে ফিরে গেলে থেমে যায় বাংলাদেশের লড়াই। মাত্র ৩ রানের জন্য টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটি মিস হলেও তার চোখেমুখে ব্যক্তিগত অর্জনের আক্ষেপের চেয়ে দলকে আর টেনে না নিতে পারার আক্ষেপটা বেশি চোখে পড়েছে। 

মিরাজ বীরত্বে ইনিংস পরাজয়ের শঙ্কা কাটিয়ে প্রোটিয়াদের ১০৬ রানের টার্গেট দেয় বাংলাদেশ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে সারাদেশেই বৃষ্টির পূর্বাভাস থাকায় এদিন আর ঝুঁকি নেননি প্রোটিয়া ব্যাটাররা। ব্যাট চালিয়ে খেলে মধাহ্ন বিরতির আগেই জয় তুলে নেন। এত কম রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে টাইগার বোলাররা প্রোটিয়া ব্যাটারদের ওপর কোন চাপ সৃষ্টি করতে না পারলেও তাইজুল ৩ উইকেট তুলে নেন।

প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরির প্রতিদান হিসেবে ম্যাচসেরার পুরস্কার হাতে ওঠে প্রোটিয়ে কিপার কাইল ভ্যারিয়েনের হাতে। এই ম্যাচ জিতে ২ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.