× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিরপুরে বোলারদের জয়জয়কার!

এক দিনে ১৬ উইকেটের পতন

ডেস্ক রিপোর্ট

২১ অক্টোবর ২০২৪, ১৬:৫৫ পিএম । আপডেটঃ ২১ অক্টোবর ২০২৪, ১৭:২৪ পিএম

খেলা যখন বাংলাদেশের হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, তখন বোলারদের চমক থাকবে তা খেলোয়াড় ও দর্শক উভয়পক্ষের মাথায়ই থাকে। তবে সেটা কখন কিভাবে হবে, পেস বোলাররা সুবিধা পাবে নাকি স্পিনাররা, অপ্রত্যাশিত টার্ন, হঠাৎই লাফিয়ে ওঠা বল, আচমকা বাউন্সার, আবার প্রায় গড়িয়ে গড়িয়ে লোয়ার ডেলিভারিতে স্টাম্প ভেঙে দেওয়া কি দেখেনি ক্রিকেট ভক্তরা মিরপুরে সেটা খোঁজাই মুশকিল হয়ে গেছে।

আজ (২১ অক্টোবর) আজ (২১ অক্টোবর) মিরপুরে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নেমেছে টাইগাররা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা নেওয়ার সময় কাপ্তান শান্ত কি ভাবছিলেন তা হয়ত কারো জানা নেই কিন্তু টাইগারদের ব্যাটিং দেখে কোনো টেস্ট প্লেয়িং দল খেলছে বলে কারো মনে হচ্ছিল না। 

লাঞ্চের আগেই যেন ক্ষুধা জেঁকে বসেছিল ব্যাটারদের। প্রথম সেশনে স্কোরবোর্ডে ৬০ রান জমা করতেই ৬ উইকেট নেই। শুরুতেই প্রোটিয়া পেসার মুল্ডার টপ অর্ডারের তিন ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়ে দেন। ২১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এমন সময় ক্রিজে আসেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। স্কোরবোর্ডে রান তখন ৪০। আরেক প্রোটিয়া পেসার রাবাদার বলে দুটো স্টাম্প উপড়ে গেল। একটি স্টাম্প দাঁড়িয়ে আছে, আর অপর প্রান্তে একলা সঙ্গী ওপেনার জয়।

রাবাদার ৩০০

মুশফিককে বিদায় করে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন কাগিসো রাবাদা। প্রোটিয়া বোলারদের হয়ে এখনো বহুদুর পাড়ি দেওয়া বাকি তার। দক্ষিণ আফ্রিকার হয়ে সাদা পোশাকে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তার সামনে আছে এখনো বাঘা বাঘা ৫ নাম। ৪৩৯ উইকেট নিয়ে শীর্ষে আছেন ব্যাটারদের জন্য মূর্তিমান আতংক ডেল স্টেইন। তার পরেই আছেন ৪২১ উইকেটধারী পেস-বোলিং অল-রাউন্ডার সাবেক প্রোটিয়া অধিনায়ক শন পোলক। তালিকায় বাকি তিনজনের মধ্যে মাখায়া এনটিনি ও মরনে মরকেলের সঙ্গে আছেন টাইগারদের সাবেক বোলিং কোচ কিংবদন্তি অ্যালান ডোনাল্ড।

৪০ রানে ৪ উইকেটের পতন হলে দলের হাল ধরার গুরুদায়িত্ব নিয়ে মাঠে আসেন লিটন দাস। কিন্তু এদিন ভক্তদের হতাশ করে মাত্র ১ রান করে তিনিও আউট হলে গ্যালারি 'ভুয়া ভুয়া' স্লোগানে ভরে ওঠে। তিনি কি করবেন এদিন যে মড়ক লেগেছে টাইগার ব্যাটিং অর্ডারে তা সামলাবার মত সামর্থ্য এদিন দেখাতে পারেননি কেউই। ১৩ রান করে মিরাজ কেশব মহারাজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। এতেই লাঞ্চের বিদায় ঘটে ৬ টাইগার ব্যাটারের। 

লাঞ্চের পর জাকের আলী কে নিয়ে মাঠে নামেন জয়। সতীর্থরা এক প্রান্তে আসা যাওয়ার মিছিলে থাকলেও ক্রিজ আঁকড়ে পড়ে ছিলেন তিনি। দ্বিতীয় সেশনের শুরুতেই বোলারদের ওপর চড়াও হন তিনি। দলের রানের চাকা একটু সচল হতে শুরু করলে জয়ের ওপর ভর করে 'সেট হয়ে আউট হওয়া' রোগ। বাংলাদেশি ব্যাটারদের জন্য এ দৃশ্য নতুন কিছু নয়। ৯৭টি বল খেলেও খুবই দৃষ্টিকটু ভাবে আউট হয়ে যাবার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান তুলতে সক্ষম হয়েছিলেন।

এদিন বাংলাদেশের ১০৫তম টেস্ট ক্যাপ ওঠে জাকের আলীর মাথায়। টেস্ট অভিষেকের উত্তেজনার রেশ কাটার আগেই তার সঙ্গে নেই কোনো ব্যাটার। অভিষেক ইনিংসে মহারাজের বলে ক্রিজের বাইরে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হয়ে মাত্র ২ রানে সতীর্থদের পথ ধরেন তিনিও। 

শেষদিকে তাইজুলের ১৬ রানের কল্যাণে দলীয় সংগ্রহ ১০০ পেরোয়। কেশব মহারাজ নিজে এক বোলার হয়ে আরেক বোলারকে বেশি একটা কষ্ট করতে দেননি। সাকিবের পর তাইজুলই বাংলাদেশের সেরা টেস্ট বোলার। লাল বলে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটধারী তাইজুলকে অনেকটা সময় বল করতে হবে। তাইতো কেশব তাইজুলকে বোল্ড করে বাংলাদেশের প্রথম ইনিংসের সমাপ্তি টানেন।

মিরপুরে টেস্টে সর্বনিম্ন ৩ দলীয় সংগ্রহের মধ্যে ৩টিই বাংলাদেশের দখলে। সে দৌড়ে আজ তালিকায় দুইয়ে উঠে এসেছে এই ১০৬ রানের সংগ্রহ।

তাইজুলের ২০০

ম্যাচের দ্বিতীয় দলের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামলে দ্রুত প্রোটিয়াদের ২ উইকেট ফেলে দেয় টাইগার বোলাররা। এদিন একাদশে মাত্র এক পেসার নিয়ে মাঠে নামে বাংলাদেশ, হাসান মাহমুদ। তিনিই প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে ক্লিন বোল্ড করেন। এরপর শুরু হয় তাইজুলের বাম হাতের খেল। 

স্কোরবোর্ডে দক্ষিণ আফ্রিকার রান যখন ৫০ তখন স্টাবসকে ফেরান তাইজুল।  স্লিপে শাদমানের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন স্টাবস। এরপর প্রোটিয়াদের ২২ রানের একটি ছোট্ট  পার্টনারশিপ ভেঙে দেন তাইজুল। ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার রান যখন ৯৯ তখনই তাইজুলের জোড়া আঘাত! উইকেটে সেট ওপেনার জর্জিকে বিভ্রান্তিতে ফেলেন তাইজুল, আর অসাধারণ এক ক্যাচ লুফে নিয়ে বাকি কাজটা সারেন জয়। একই ওভারের শেষ বলটি অভিষিক্ত ব্রিটজকে অফ স্টাম্পের বাইরে টার্ন করবে ভেবে ছেড়ে দিলেও তা সোজা গিয়ে অফ স্টাম্পই উপড়ে দেয়। অভিষেকে ডাক মারার লজ্জা নিয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটা ধরেন ব্রিটজকে। সেইসাথে বাংলাদেশের হয়ে দ্বিতীয় কোন বোলার হয়ে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তাইজুল।

প্রোটিয়াদের দলীয় রান যখন ১০৮ তখনই নিজের পঞ্চম উইকেটটি তুলে নেন তাইজুল। এটি টেস্টে তার ১৩তম ফাইফার। 

ছয় উইকেট খুঁইয়ে যখন প্রোটিয়াদের সংগ্রহ ১০৮ তখন দিনের আরও প্রায় ১৬ ওভারের খেলা বাকি। তাছাড়া টেল এন্ডাররা ক্রিজে থাকায় প্রোটিয়াদেরো তখন চোখেমুখে অন্ধকার। তবে আর ১০ ওভার মত খেলা হওয়ার পরেই সে অন্ধকার নেমে আসে মিরপুরের আকাশে। আলোক স্বল্পতায় ৪টা ৪৪মিনিটে আম্পায়াররা প্রথম দিনের খেলার পরিসমাপ্তি টানেন। দিনশেষে ৩২ রানের পার্টনারশিপ নিয়ে মাঠ ছাড়েন ভ্যারিয়েনে এবং মুল্ডার। এতে ৩৪ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা।

একদিনে ১৬ উইকেটের পতন

মিরপুর টেস্টের প্রথম টেস্টটা নিজেদের করে নিয়েছেন বোলাররা। একদিনে ১৬ উইকেটের পতন এবারই প্রথম দেখল বাংলাদেশের হোম-অব-ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এর আগে গেল বছরের ডিসেম্বরে কিউইদের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে এক দিনে ১৫ উইকেটের পতন ঘটে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মারকরাম, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিটজকে, কাইল ভ্যারিয়েনে, উইয়ান মুল্ডার, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, ডেইন পিড।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.