× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তাইজুল ঘূর্ণিতে বেকায়দায় দক্ষিণ আফ্রিকা

টেস্টে তাইজুলের ২০০

ডেস্ক রিপোর্ট

২১ অক্টোবর ২০২৪, ১৬:১২ পিএম । আপডেটঃ ২১ অক্টোবর ২০২৪, ১৬:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২১ অক্টোবর) বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ৭০ ওভারে ১৬ উইকেটের পতন ঘটেছে। বাংলাদেশের হোম অব ক্রিকেট মিরপুরের পিচে বোলাররা বরাবরই বাড়তি সুবিধা পায়। আর অনাকাঙ্খিত চমক তো আছেই। কখন বল স্যুইং করবে কখন টার্ন করবে তা যেন লটারির মত কেউ জানেনা। 

প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর বোলিংয়ে নেমে দ্রুত প্রোটিয়াদের ২ উইকেট ফেলে দেয় টাইগার বোলাররা। এদিন একাদশে মাত্র এক পেসার নিয়ে মাঠে নামে বাংলাদেশ, হাসান মাহমুদ। তিনিই প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে ক্লিন বোল্ড করেন। এরপর শুরু হয় তাইজুলের বাম হাতের খেল। 

স্কোরবোর্ডে দক্ষিণ আফ্রিকার রান যখন ৫০ তখন স্টাবসকে ফেরান তাইজুল।  স্লিপে শাদমানের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন স্টাবস। এরপর প্রোটিয়াদের ২২ রানের একটি ছোট্ট  পার্টনারশিপ ভেঙে দেন তাইজুল। ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার রান যখন ৯৯ তখনই তাইজুলের জোড়া আঘাত! উইকেটে সেট ওপেনার জর্জিকে বিভ্রান্তিতে ফেলেন তাইজুল, আর অসাধারণ এক ক্যাচ লুফে নিয়ে বাকি কাজটা সারেন জয়। একই ওভারের শেষ বলটি অভিষিক্ত ব্রিটজকে অফ স্টাম্পের বাইরে টার্ন করবে ভেবে ছেড়ে দিলেও তা সোজা গিয়ে অফ স্টাম্পই উপড়ে দেয়। অভিষেকে ডাক মারার লজ্জা নিয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটা ধরেন ব্রিটজকে। সেইসাথে বাংলাদেশের হয়ে দ্বিতীয় কোন বোলার হয়ে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তাইজুল।

প্রোটিয়াদের দলীয় রান যখন ১০৮ তখনই নিজের পঞ্চম উইকেটটি তুলে নেন তাইজুল। এটি টেস্টে তার ১৩তম ফাইফার। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.