× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিরপুর টেস্ট

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শুরুতেই নেই ৩ উইকেট

ডেস্ক রিপোর্ট

২১ অক্টোবর ২০২৪, ১০:২৯ এএম । আপডেটঃ ২১ অক্টোবর ২০২৪, ১৫:৪৩ পিএম

আজ (২১ অক্টোবর) মিরপুরে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নেমেছে টাইগাররা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু মাত্র২১ রানেই ওপেনার শাদমান, বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট মুমিনুল এবং শান্তকে সাজঘরে ফেরত পাঠিয়েছে প্রোটিয়া বোলার মাল্ডার। ২১ রানে ৩ উইকেট হারিয়ে মিরপুর টেস্টের শুরুতেই ব্যাকফুটে চলে গেল বাংলাদেশ। ক্রিজে এখন প্রোটিয়া পেসারদের স্যুইং মোকাবেলা করতে হিমশিম খাচ্ছেন অভিজ্ঞ মুশি এবং আরেকপ্রান্তে ওপেনার জয়।

এদিন বাংলাদেশের ১০৫তম টেস্ট ক্যাপ ওঠে জাকের আলীর মাথায়। দলের সবচেয়ে অভিজ্ঞ টেস্ট ক্যাম্পেইনার মুশফিকুর রহিম জাকের আলী অনিককে টেস্ট ক্যাপটি পরিয়ে দেন। 

একইদিনে দক্ষিণ আফ্রিকার হয়ে আজ অভিষেক টেস্ট খেলতে নেমেছেন ব্যাটার ম্যাথু ব্রিৎজকে। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ৫৩ ম্যাচে ৮টি শতক আছে ২৫ বছর বয়সী তরুণ এই ব্যাটারের। 


বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ। 

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মারকরাম, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিটজকে, কাইল ভ্যারিয়েনে, উইয়ান মুল্ডার, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, ডেইন পিড।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.