× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিরপুরে টাইগারদের সঙ্গে নতুন কোচের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

১৬ অক্টোবর ২০২৪, ১৩:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ গতকাল (১৫ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে চন্ডিকা হাতুরুসিংহের বরখাস্থের বিষয়টি নিশ্চিত করেন। এরপরই জানা আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত টাইগারদের হেডকোচের দায়িত্ব নেবেন ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স।

এই ঘোষণার পরপরই আজ (১৬ অক্টোবর) সকালে ফিল সিমন্স ঢাকা এসে পৌঁছেছেন।

ফিল সিমন্স এসেই বাংলাদেশের হোম অব ক্রিকেট মিরপুর  শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের দেশি বিদেশি কোচদের সঙ্গে আলাপ সেরেছেন।

এদিকে এদিন মাঠে তীয় দলের ক্রিকেটাররা অনুশীলন করছিলেন। এরপর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও লম্বা আলাপ করতে দেখা গেছে সিমন্সকে। এরপর পেসার নাহিদ রানাকেও দেখা যায় নতুন কোচের সঙ্গে। এরপর বিসিবির মিডিয়া ম্যানেজারকে সঙ্গে নিয়ে সেন্টার উইকেটে ব্যাটারদের ব্যাটিং দেখতে যান সিমন্স।

ঢাকায় নেমেই সিমন্সের এমন ব্যস্ত হওয়ার কারণও অবশ্য আছে। সিমন্স যখন ঢাকায়, প্রায় একই সময়ে এসেছে তার পরের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আগামী ২১ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজের দলটা এখন ঢাকায়।

 ২০০৪-০৫ সালে জিম্বাবুয়ের কোচের দায়িত্ব দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু হয় সিমন্সের। কাজ করেছেন আয়ারল্যান্ড আফগানিস্তানের দলের সঙ্গেও। ছাড়া নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের হয়েও দুই দফায় কোচিং সামলেছেন। তার অধীনে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতে ক্যারিবীয়রা। সর্বশেষ ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির হেড কোচ হিসেবে ছিলেন সিমন্স।

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.