আজ (১২ অক্টোবর)
ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবেন বাংলাদেশের পঞ্চপান্ডবের
এক পান্ডব মাহমুদুউল্লাহ রিয়াদ। এই ম্যাচ খেলেই দীর্ঘ ১৭ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারের
ইতি টানবেন দেশসেরা 'ফিনিশার' এবং 'সাইলেন্ট কিলার' রিয়াদ।
রাজীব গান্ধী
স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই দলের পক্ষ থেকে স্মারক তুলে দেয়া হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। নাইরোবিতে যে অধ্যায়ের শুরু
করেছিলেন তিনি। তার শেষটা আজ হচ্ছে হায়দরাবাদের
মাঠে। এদিন অবশ্য সবার আগেই মাঠে নেমেছেন তিনি।
আগেই
ভারতের কাছে সিরিজ খুইয়ে ফেলা বাংলাদেশের জন্য এই ম্যাচের বিশেষ
গুরুত্বটাও ওই মাহমুদউল্লাহ রিয়াদের
কল্যাণেই। দিল্লিতে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছিলেন, ভারতের বিপক্ষে এই সিরিজই তার
জন্য শেষ।
দেশের হয়ে
নিজের ১৪১তম ম্যাচ খেলতে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। করেছেন ২ হাজার ৪৩৬ রান। বল হাতে
পেয়েছেন ৪০ উইকেট। নিজের শেষটা কেমন রাঙাতে পারেন হায়দরাবাদের মাঠে, এখন সেটারই অপেক্ষা।