× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

১০ বছর পর বিশ্বকাপের মঞ্চে বাঘিনীদের জয়

ডেস্ক রিপোর্ট

০৩ অক্টোবর ২০২৪, ২০:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

গেল ১০ বছরে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের অর্জন শূন্য। এই শূন্যতা কাটানোর লক্ষ্যে আজ (০৩ অক্টোবর) ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টাইগ্রেস কাপ্তান নিগার সুলতানা জ্যোতি জানিয়েছিলেন এই বিশ্বকাপের প্রথম  লক্ষ্য থাকবে প্রথম ম্যাচটি জেতা। আজকের ম্যাচে সেই কথা রেখেছে বাংলার বাঘিনীরা।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ম্যাচের ১২ ওভার পর্যন্ত ২ ইউকেটে ৬৮ রান থাকলেও শেষ পর্যন্ত ৭ উইকেটে ১১৯ রান তুলতে সক্ষম হয় জ্যোতিবাহিনী। দলের হয়ে সোবহানা মোস্তারির সর্বোচ্চ সংগ্রহ ৩৮ বলে ৩৬ রান। এছাড়াও ওপেনার সাথী রাণী ৩২ বলে তোলেন ২৯ রান। ক্যাপ্টেন জ্যোতির সম্ভাবনাময় জাগানিয়া ইনিংস থেমে যায় মাত্র ১৮ রানেই।

১২০ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে  মাত্র ১২ রানেই প্রথম উইকেট হারায় স্কটল্যান্ড। সাসকিয়া হরলিয়াকে (৮) ফিরিয়ে ফাহিমা খাতুন প্রথম আঘাতটা হানেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপ বাড়তে থাকে স্কটল্যান্ড শিবিরে। একে একে ক্যাথরিন ব্রাইস (১১), এইলসা লিস্টার (৫), প্রিয়ানাজ চ্যাটার্জিদের (৫) ফিরিয়েছেন মারুফা-রিতুরা। ফলে এক প্রান্ত আগলে রাখলেও যোগ্য সঙ্গীর অভাবে দলের বিপদ কাটাতে পারেননি সারাহ ব্রাইস।

তবে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এই স্কটিশ ওপেনার। তার ভরসায় হয়তো জয়ের স্বপ্নও দেখছিল প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ডের মেয়েরা। শেষ পর্যন্ত সারাহ অপরাজিত ছিলেন ৪৯ রানে। ৫২ বলের ইনিংসে একটি চারের বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। ছাড়া বলার মতো রান পাননি আর কোনো ব্যাটারই।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট পেয়েছেন রিতু মনি। ছাড়া একটি করে শিকার ধরেছেন মারুফা, রাবেয়া, ফাহিমা নাহিদা। স্বর্ণা আক্তার বাদে বাকি সবাই মিতব্যয়ী বোলিং করেছেন।

মিতব্যায়ী বোলিংয়ে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন রিতু মনি।

এর আগে ঘরের মাঠে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশ নারী দল প্রথমবার খেলতে নেমে দুই ম্যাচে জিতেছিল। যা ছিল সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে টাইগ্রেসদের সর্বশেষ জয়। এরপর আরেকটি জয় পেতে বাংলাদেশকে আরও ১০ বছর অপেক্ষা করতে হয়েছে। নাহিদা আক্তার, মারুফা খাতুন ও রিতু মনিদের দুর্দান্ত বোলিংয়ে স্বার্থক হয়েছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির মাইলফলক ম্যাচটি। বাংলাদেশের প্রথম কোনো নারী ক্রিকেটার হিসেবে এই উইকেটরক্ষক ব্যাটার এদিন শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.