× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

 বিশ্ব দাবা অলিম্পিয়াড

ইসরায়েলের সঙ্গে খেলা পড়ায় বাংলাদেশি গ্র্যান্ডমাস্টারের বয়কট

ডেস্ক রিপোর্ট

২১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত

আজ (২১ সেপ্টেম্বর) হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব দাবা অলিম্পিয়াডের ওপেন বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ইসরায়েল। বাংলাদেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব মানবতাবিরোধী এই দেশের বিপক্ষে না খেলার ঘোষণা দেন।

গতকাল (২০ সেপ্টেম্বর)  হাঙ্গেরির স্থানীয় সময় মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজীব লিখেছেন, ‘২০২২ সালের চেন্নাই দাবা অলিম্পিয়াড ও ২০২৪এর হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল হিসেবে অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশগ্রহণ করতে পারে? কালকে তাদের খেলা বাংলাদেশের সঙ্গে পড়েছে। আমি বয়কট করলাম।

দাবা অলিম্পিয়াডে এক রাউন্ডে এক দেশের চার দাবাড়ু খেলেন। আজ দশম রাউন্ডে বাংলাদেশ তৃতীয় বোর্ডে রাজীবের নাম জমা দিয়েছে। রাজীব না খেললে ইসরায়েল ওই বোর্ডে সরাসরি পয়েন্ট পাবে। রাজীবের এই সিদ্ধান্ত সম্পর্কে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বুদাপেস্ট থেকে বলেন, ‘তার স্ট্যাটাসটি সকালে দেখলাম। আগামীকাল শেষ রাউন্ড। শেষ রাউন্ডের ফলাফলের ওপর অবস্থান নির্ভর করে। এজন্য দলের অধিনায়ক (মাসুদুর রহমান মল্লিক) দশম রাউন্ডের প্রথম বোর্ডে ফাহাদ, দ্বিতীয় বোর্ডে নীড়, তৃতীয় বোর্ডে রাজীব চতুর্থ বোর্ডে তাহসিনকে রেখেছে। এখন সে না খেললে বাংলাদেশ পয়েন্ট হারাবে।

ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক নেই। বাংলাদেশের পাসপোর্টে দীর্ঘদিন লেখা ছিল– ‘ইসরায়েল ব্যতীত অন্য সকল দেশে ভ্রমণের জন্য প্রযোজ্য।সাম্প্রতিক সময়ে অবশ্য সেই লেখা নেই। ইসরায়েলের সঙ্গে বৈশ্বিক মঞ্চে খেলা পড়ে যাওয়া বিব্রতকর হলেও টুর্নামেন্টের স্বার্থে আজ বাংলাদেশ খেলবে বলে জানান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক, ‘মন্ত্রণালয় থেকে আমাদের কোনো নির্দেশনা নেই এই সংক্রান্ত এবং অলিম্পিয়াডে এই রাউন্ডে না খেললে বাংলাদেশ আরও পিছিয়ে পড়বে। বাংলাদেশের অন্য তিন দাবাড়ু খেলবে, রাজীবের সঙ্গেও কথা বলব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.