× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশের প্রতি সম্মান রেখে গম্ভীর বললেন ‘কাউকে ভয় পাই না’

ডেস্ক রিপোর্ট

১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত

আগামীকাল (১৯ আগস্ট) থেকে শুরু হতে যাচ্ছে ভারত-বাংলাদেশ দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। প্রথম ম্যাচ সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে আসেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। সেখানে দল হিসেবে ভারত যে কাউকে ভয় পায়না সেটি স্মরণ করিয়ে দিয়েছেন তিনি, তবে সম্মান করেন বাংলাদেশকে।

ভারতের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর এটাই গম্ভীরের প্রথম টেস্ট সিরিজ। আসন্ন সিরিজে নিজের অভিব্যক্তি জানিয়ে গম্ভীর বলছিলেন, ‘আমরা কাউকে ভয় পাই না, কিন্তু সবাইকে সম্মান করি, আমি এটা খুব করে বিশ্বাস করি। আমরা বাংলাদেশকেও সম্মান করি।’

তবে ভারত নিজেদের নিয়েই ভাবছে বলে জানালেন গম্ভীর, ‘আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাই, সেটাই খেলব। আমাদের সবটা দিতে চাই। কারণ চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে। ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না। ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে, যেভাবে খেলতে চায় সেভাবেই খেলে থাকে। আগেও যেটা বললাম, বাংলাদেশকে আমরা সম্মান করি এবং সেটা থাকবে।’

প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে জিতেছে বাংলাদেশ। সেই জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে গম্ভীর বলেন, ‘আমি বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই পাকিস্তানে ওদের পারফরম্যান্সের জন্য। তবে এটা নতুন সিরিজ এবং নতুন প্রতিপক্ষ। আমাদের সেরা ক্রিকেটটা খেলা জরুরি। এটাই গুরুত্বপূর্ণ।’

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন। তাদের কথাও বিবেচনায় রেখেছেন গম্ভীর, ‘বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিবের অভিজ্ঞতা আছে, মুশফিকেরও। খুব ভালো বোলিং আক্রমণ রয়েছে তাদের। মেহেদীও আছে। বুঝতেই পারছেন, বাংলাদেশে অনেক প্রতিভা আছে। তবে আমাদের জন্য প্রথম বল থেকে সতর্ক থাকতে হবে।’

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারত চেন্নাইয়ের লাল পিচে আগামীকাল সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.