× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

ডেস্ক রিপোর্ট

১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের মাটিতে সদ্য সমাপ্ত বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের পরপরই কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ড গিয়েছিলেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে আগামীকাল (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ খেলতে গতকাল (১৭ সেপ্টেম্বর) ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

গত (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় দল ভারতে পৌঁছালেও সাকিব আল হাসান দুদিন পর গতকাল (১৭ সেপ্টেম্বর) রাতে টেস্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলের সঙ্গে থাকা টিম ম্যানেজার নাফিস ইকবাল। সবকিছু ঠিক থাকলে আজকের অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিতে নামবেন সাকিব। যদিও সাকিবের ভ্রমণক্লান্তি নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই যায়।

সাম্প্রতিক সময়টা কিছুটা কঠিনই যাচ্ছে সাকিবের জন্য। বিশেষ করে ব্যাট হাতে বড় রকমের দুঃসময় পার করছেন টাইগার ক্রিকেটের এই অলরাউন্ডার। তার ব্যাটে রানের দেখা নেই অনেকটা দিন ধরেই। যদিও বল হাতে দলের জন্য এখনো বিশ্বস্ত নাম তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে নিজের বোলিং নৈপুণ্য দিয়েই প্রথম টেস্টে দলকে টেনে নিয়েছিলেন জয়ের কাছাকাছি। আবার দ্বিতীয় টেস্টে ঐতিহাসিক সিরিজ জয়ের জয়সূচক রানও আসে তার ব্যাট থেকেই।

এদিকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে সোমবার থেকেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশের স্কোয়াডের সদস্যরা। দলে সাকিবের স্থান পাকা বলা চলে। লাল মাটির পিচে তার স্পিন হতে পারে বাংলাদেশের বোলিং আক্রমণের মূল অস্ত্র।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.