× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২ ম্যাচ হাতে রেখেই বাঘিনীদের সিরিজ জয়

ডেস্ক রিপোর্ট

১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৫ পিএম । আপডেটঃ ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত

আজ (১৫ সেপ্টেম্বর)  শ্রীলঙ্কা নারী 'এ' দলের বিরুদ্ধে বাংলাদেশের নারী 'এ' দলের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ১০ রানের জয় পায় বাংলাদেশ নারী 'এ' দল।  শ্রীলঙ্কার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত লো-স্কোরিং এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৯৭ রান তোলে বাঘিনীরা। ৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা নারী 'এ' দল মাত্র ৮৭ রানের বেশি করতে পারেনি। এই ম্যাচ জয়ে ২ ম্যাচ হাতে রেখেই ৫ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করল  বাংলাদেশ নারী 'এ' দল।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দিনটা ভালো যায়নি টাইগ্রেস ব্যাটারদের। স্বাগতিক দলের বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সফরকারী মেয়েরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ২১ বলে ২৬ রানের ইনিংস খেলেছেন দিলারা আক্তার। 

দুই ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা লঙ্কান মেয়েদের সামনে সিরিজ বাঁচানোর দারুণ সুযোগ ছিল। ব্যাটিং ব্যর্থতায় তারাও বেশিদূর এগোতে পারেনি। ৮ উইকেটে ৮৭ রানে থেমে গেছে তাদের ইনিংস। ১০ রানের জয়ে সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে অনুষ্ঠিত হবে। 




Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.