× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিজেপিতে নাম লেখালেন জাদেজা

ডেস্ক রিপোর্ট

০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২০ পিএম

ছবিঃ সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ক্রিকেটের পর এবার রাজনীতিতে যুক্ত হচ্ছেন। স্ত্রী রিভাবা জাদেজা গুজরাটের জামনগরে বিজেপি বিধায়ক। সম্প্রতি রবীন্দ্র ও যোগ দিয়েছেন বিজেপি তে। স্ত্রী রিভাবা নিজের এক্স হ্যান্ডেলে তারকা অলরাউন্ডারের গেরুয়া শিবিরে যোগ দেওয়ার খবর জানিয়েছেন।

 রবীন্দ্র জাদেজার বাবা অনিরুদ্ধ সিং এবং বোন নয়নাবা জাদেজা কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত। এবার বউয়ের পথ ধরে বিজেপিতে গেলেন রবীন্দ্র।

২২ গজে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে ঝড় তোলেন রবীন্দ্র জাদেজা। এবার তিনি তিনি নাম লেখালেন রাজনৈতিক দলে। এক্স হ্যান্ডেলে রিভাবা নিজের এবং স্বামী রবীন্দ্র জাদেজার মেম্বারশিপ কার্ডের ছবি শেয়ার করেছেন। কয়েক দিন আগে সদস্যপদ সংগ্রহ অভিযান শুরু করে বিজেপি। রিভাবা জাদেজা মিডিয়াকে জানিয়েছেন, তিনি এই সদস্যপদ অভিযান নিজের বাড়ি থেকেই শুরু করেছেন।

জাদেজা যেহেতু বিজেপির সদস্য পদ গ্রহণ করলেন, তাই এবার গেরুয়া শিবিরের সঙ্গে একটা আলাদা যোগ তৈরি হলো তার। ২০১৯ সালে রিভাবা বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০২২ সালে জামনগর বিধানসভা আসনে দল রিভাবাকে প্রার্থী করে। আপ প্রার্থী কর্শনভাই কারমুরকে হারিয়ে এই আসনে বিজয়ী হয়েছিলেন জাদেজার স্ত্রী।

বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন জাদেজা। তারপর থেকেই চলছে আলোচনা, এবার কি ভোটেও দাঁড়াবেন রিভাবার মতো? বর্তমানে ২২ গজ থেকে দূরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। দলীপ ট্রফিতে তাকে খেলতে দেখা যাচ্ছে না। হয়তো ঘরের মাটিতে বাংলাদেশ টেস্ট সিরিজ দিয়ে দলে ফিরেবেন তিনি।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে ছিলেন তারকা অলরাউন্ডার। এর পরপরই অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে টেস্ট ও ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন জাদেজা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । sarabelasaradesh@gmail.com । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.