বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের প্রথম ইনিংসে করা ২৭৪ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কবলে পড়ে বাংলাদেশ। মাত্র ২৬ রানের মধ্যে ৬ উইকেটের পতন ঘটলে বাংলাদেশের সামনে ফলো অনের শঙ্কা তীব্র হয়ে দাঁড়ায়। ফলো-অন এড়াতে তখনো ৯৯ রানের প্রয়োজন, হাতে আছে চার উইকেট। এই অবস্থায় সপ্তম উইকেট জুটিতে মেহেদি হাসান মিরাজ ও লিটন দাসের জোড়া ফিফটিতে ফলো-অন এড়াতে সক্ষম হয় বাংলাদেশ।
আজ সকালে তৃতীয় দিনের শুরুতেই খুররম শাহজাদ একাই বাংলাদেশের টপ অর্ডার, মিডল অর্ডারে ধ্বস নামান। তার সঙ্গে যোগ দেন মীর হামজা। খুররম চারটি এবং মির দু'টি করে উইকেট নেন। ওপেনার সাদমান ইসলাম ১০ রান করেন। আর এরপর বাকি পাঁচ ব্যাটার জাকির, শান্ত, মমিনুল, মুশফিক এবং সাকিব মিলে ১১ রান করেন। এমন ব্যাটিং বিপর্যয়ের পর বাংলাদেশের সামনে সর্বনিম্ন রানে অল-আউট হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়।
তবে শেষ দুই স্বীকৃত ব্যাটার লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজের শতরানের জুটিতে ফলো-অন এড়ায় বাংলাদেশ। দুজনই নিজেদের ফিফটি তুলে নেন। এই প্রতিবেদন লেখার সময় লিটন ৫৭ এবং মিরাজ ৬২ রানে অপরাজিত ছিলেন। আজ বাকিদিন এই দুইজন ব্যাটারের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশের ভক্তরা।