রাওয়ালপিন্ডিতে চলছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় দিনে বাংলাদেশী বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২৭৪ রানে থেমে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশের টপ অর্ডারে ধ্বস নামে। মাত্র ২৬ রানে ৫ উইকেট হারিয়েছে টাইগার ব্যাটাররা।
দ্বিতীয় দিনের শেষে মাত্র দুই ওভারের জন্য ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ১০ রান তুলে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। তৃতীয় দিনে লিড নেওয়ার প্রত্যাশায় ব্যাটিংয়ে নেমে শুরুতেই ১ রান করে খুররম শেহজাদের বলে আবরার আহমেদের হাতে ক্যাচ তুলে দিয়ে মাত্র ১ রানে প্যাভিলিয়নে ফেরেন জাকির হাসান। কিছুক্ষণ পরেই আবারও খুররম আঘাত হানেন। এবার প্রথম টেস্টের সফল ব্যাটার সাদমান ইসলাম বোল্ড হয়ে সাজঘরে ফিরলে এরপর একে একে নাজমুল হোসেন শান্ত, মমিনুল এবং মুশফিকের বিদায়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ধ্বসে পড়ে।
এখন ফলো-অন এড়ানোই শঙ্কা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য।