রাওয়ালপিন্ডিতে আজ (২১ আগস্ট) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-বাংলাদেশের টেস্ট সিরিজের প্রথম টেস্ট । বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরুর নতুন সময় নির্ধারিত হয়েছে দুপুর সাড়ে ৩টা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত।
আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে আছেনঃ নাজমুল হাসান শান্ত (ক্যাপ্টেন), শাদমান ইসলাম, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেট কিপার), মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
তার আগে বেলা ৩টায় বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের টস হওয়ার কথা রয়েছে। দফায় দফায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের মাঠ পর্যবেক্ষণের পর দুপুর ২টায় এই সিদ্ধান্ত এসেছে আম্পায়ারদের পক্ষ থেকে। এর আগে প্রথম সেশনের খেলা হয়নি মাঠ ভেজা থাকায়। ফলে মধ্যবিরতিও এগিয়ে আনা হয়।
জানা গেছে, আজ দিনের বাকি সময়ে ৪৮ ওভারের খেলা হবে। মাঝে চা বিরতি দেওয়া হবে বিকেল ৫.২০ মিনিটে। এরপর ৫.৪০ মিনিটে শুরু হবে শেষ সেশনের খেলা, যা চলবে ৭টা পর্যন্ত। ১১টায় শুরু হলে খেলা দিনের আলো থাকা সাপেক্ষে সাড়ে ৬টা পর্যন্ত চলার কথা ছিল। উদ্ভূত পরিস্থিতিতে এর সঙ্গে আজ আরও আধঘণ্টা সময় বেশি খেলা হবে।
স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রেসে টিকে থাকার জন্যেও বেশ গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত ১৩ টেস্ট খেলে পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ১২টি ম্যাচ হেরেছে ও ১টিতে ড্র করেছে টাইগাররা। ২০১৫ সালে ঘরের মাঠে হওয়া একমাত্র ড্র’টি পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত সেরা সাফল্য বাংলাদেশের। দু' দলের মধ্যকার সর্বশেষ টেস্টে পাকিস্তানের মাটিতে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
এই ম্যাচের দু' দিন আগেই একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলীকে নিয়ে চারজন পেসার থাকলেও, দলে কোনো বিশেষজ্ঞ স্পিনার না রাখার বিষয় আগেই আভাস পাওয়া গিয়েছিল। কারণ স্কোয়াডে থাকা একমাত্র স্পিনার আবরার আহমেদকে প্রথম টেস্ট থেকে সরিয়ে নেওয়া হয়। পার্টটাইম স্পিনার হিসেবে দেখা যাবে ব্যাটিং অলরাউন্ডার সালমান আলি আগাকে।