× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় দিলেন ইয়ান সমের

১৯ আগস্ট ২০২৪, ১৯:০৩ পিএম

ছবিঃ ইন্টারনেট

প্রথম কাতারের সুইস গোল রক্ষক ইয়ান সমেরকে আর দেখা যাবে না নিজ দেশের জাতীয় দলে। অসময়ে তার অবসরের কথা আজ জানিয়েছে সুইজারল্যান্ড ফুটবল ফেডারেশন।

তবে ক্লাব ইন্টারমিলানের হয়ে খেলতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সি এই সুইস তারকা। আর তাই দিয়েছেন আন্তর্জাতিক ফুটবলকে বিদায়। 

সুইজারল্যান্ড দলে সমেরের অভিষেক হয় ২০১২ সালে। দলটির হয়ে তিনটি করে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন তিনি। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন ৯৪ ম্যাচ, জাল অক্ষত রেখেছেন ৩৩টিতে।

জার্মানিতে গত মাসে অনুষ্ঠিত ইউরোতে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল হয়ে থাকল জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ। ওই ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে হারে সুইসরা।

ক্লাব ফুটবলে গত মৌসুম থেকে ইন্টারের হয়ে খেলছেন সমের। সেখানে প্রথম মৌসুমেই দলটিকে সেরি আ শিরোপা জেতাতে রাখেন বড় অবদান। এর আগে জার্মানিতে বায়ার্ন মিউনিখের হয়ে একটি ও নিজ দেশে বাসেলের হয়ে চারটি লিগ শিরোপা জেতেন তিনি।

ধারনা করা হচ্ছে সুইজারল্যান্ডের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে দেখা যেতে পারে বরুশিয়া ডর্টমুন্ডের গ্রেগর কোবেলকে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। সুইজারল্যান্ডের পরের ম্যাচ আগামী মাসে। উয়েফা নেশন্স লিগে ৫ সেপ্টেম্বর ডেনমার্ক ও ৮ সেপ্টেম্বর ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে খেলবে তারা। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.