× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানে ইন্টারনেটের ধীরগতির কারণে হতাশ বাংলাদেশি ক্রিকেটাররা

ডেস্ক রিপোর্ট

১৭ আগস্ট ২০২৪, ১৯:০২ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে বেশকিছুদিন ধরে চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশের কারণে আসন্ন পাকিস্তান টেস্ট সিরিজের জন্য ঠিকমত অনুশীলন করতে পারেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল চাইলে আগেভাগে তাদের দেশে পা রাখতে পারে। তাই অনুশীলনে সুবিধার্থে নির্ধারিত সময়ের চারদিন আগে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে পা রাখেন শান্ত-তাসকিনরা। বর্তমানে তারা অবস্থান করছেন লাহোরে।

আগেভাগে পাকিস্তান যাওয়াতে প্রস্তুতিটা ভালোই হচ্ছে বাংলাদেশের। কিন্তু অস্বস্তি দেখা দিয়েছে অন্য এক কারণে। পাকিস্তানে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে বেশ কয়েকদিন ধরে। যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা।

ইন্টারনেটের ধীরগতির গতির কারণে দেশে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সফরকারী দলের ক্রিকেটাররা। সেজন্য তারা নাকি টিম ম্যানেজম্যান্টের কাছে অভিযোগও জানিয়েছেন।

যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা বাংলাদেশের টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে ধীরগতির ইন্টারনেটের বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পায়নি।

সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। ধারণা করা হচ্ছে, আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে রাখতেই পাকিস্তানে সীমিত করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা। যদিও ঠিক কী কারণে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে, পাকিস্তানের গণমাধ্যমে তার পরিষ্কার ব্যাখ্যা দেখা যাচ্ছে না।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.