× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদল হচ্ছে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু

ডেস্ক রিপোর্ট

১৪ আগস্ট ২০২৪, ১১:৩৮ এএম । আপডেটঃ ১৪ আগস্ট ২০২৪, ১১:৪১ এএম

ছবিঃ সংগৃহীত

চলতি বছর সেপ্টেম্বরে ৩ টি-টোয়েন্টি ও ২ টেস্ট খেলতে ভারত যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। এই সিরিজ সামনে রেখে গতকাল (১৩ আগস্ট) বৈঠকে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা। 

বৈঠকে বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিবৃতিতে জানানো হয় এ তথ্য। 

পূর্বসূচি অনুযায়ী টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল ধর্মশালায়। তবে স্টেডিয়ামটির ড্রেসিংরুমের সংস্কার কাজ করছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ফলে ৬ অক্টোবর হতে যাওয়া প্রথম ম্যাচের ভেন্যু বদলানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

পরে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ‘ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ২০২৪ সালের ৬ অক্টোবর ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ড্রেসিংরুমে সংস্কার ও উন্নয়নকাজ চালানোয় ম্যাচটি গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে।’

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে রয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট প্রথম টেস্ট খেলতে নামবেন টাইগারা। পরে করাচিতে ৩০ আগস্ট হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর ভারত সফরে যাবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে প্রথম টেস্ট। আর কানপুরে ২৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৬ অক্টোবর। পরে ৯ ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.