× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অলিম্পিকে স্পেনকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

ডেস্ক নিউজ

০৭ আগস্ট ২০২৪, ১০:৪৫ এএম । আপডেটঃ ০৭ আগস্ট ২০২৪, ১২:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত

অলিম্পিক নারী ফুটবলে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা ব্রাজিল সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ৪-২ গোলে হারিয়ে ১৬ বছর পর অলিম্পিকের ফাইনালে উঠেছে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে চারবারের অলিম্পিক সোনাজয়ী দল যুক্তরাষ্ট্র। গতকাল রাতে অরেঞ্জ ভেলোড্রোম ভেন্যুতে খেলাটি অনুষ্ঠিত হয়। 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলের সেরা তারকা মার্তা। তাকে ছাড়াই কোয়ার্টার ও সেমির বাঁধা পেরিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল। এদিকে মার্তার দুই ম্যাচের নিষেধাক্কা শেষ হওয়ায় ফাইনালে খেলছেন তিনি।

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মেয়েরা ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে আছে। সেই দলকে এক হালি গোল উপহার দেয় ব্রাজিলের মেয়েরা। দ্বিতীয় সেমিফাইনালে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে থেকে স্পেনকে ভড়কে দেয় ব্রাজিল। এরমধ্যে আবার প্রথম গোলটি ছিল আত্মঘাতী। স্পেনের এই বিপদ বাড়ান আইরিন পারেদেস। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধানটা দ্বিগুণ করেন গাবি পোর্তোলিও। ৭১ মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ান আদ্রিয়ানা।

৮৫ মিনিটে স্পেনের প্রথম গোল করেন সালমা পারায়উয়েলো। ৩-১ ব্যবধানের পরেও থামেনি ব্রাজিলের মেয়েরা। যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্রাজিলে এক হালি গোল নিশ্চিত করেন ক্যারোলিন (৪–১)। আর যোগ করা সময়ের ১২ মিনিটে স্পেনের পারায়উয়েলোর আরেকটি গোল শুধু ব্যবধানই কমাতে পেরেছে।

এর আগে দিনের অন্য সেমিফাইনালে জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে চারবারের সোনাজয়ী দল যুক্তরাষ্ট্র। নারী ফুটবলের সবচেয়ে সফল দলটিকেও এদিন জয় পেতে রীতিমত ঘাম ঝরাতে হয়েছে। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি করেন সোফিয়া স্মিথ।

আগামী ৯ আগস্ট শুক্রবার ব্রোঞ্জ মেডেলের ম্যাচে মাঠে নামবে স্পেন এবং জার্মানি। আর পরদিন গোল্ড মেডেলের ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ব্রাজিল।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.