× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্যারিস অলিম্পিক ২০২৪

অলিম্পিকে আর্জেন্টিনাকে হারিয়ে ফ্রান্স সেমিফাইনালে

প্যারিস অলিম্পিক

ডেস্ক নিউজ

০৩ আগস্ট ২০২৪, ১৫:৫৪ পিএম । আপডেটঃ ০৩ আগস্ট ২০২৪, ১৭:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত

অলিম্পিক পুরুষ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল  নিশ্চিত করেছে স্বাগতিক ফ্রান্স। বর্দুতে ম্যাচটিকে ঘিরে আগে থেকেই সমর্থকদের মধ্যে ছিল জমজমাট  উত্তেজনা।

একমাস আগে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ফ্রান্সের খেলোয়াড়দের উদ্দেশ্যে বর্ণবাদী গান গাওয়ার পরপরই ক্ষোভে ফুঁসে ওঠে ফ্রান্স এবং পুরো বিশ্ববাসী। যে কারণে আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত বাজানোর সময়ই গ্যালারিতে ক্ষোভে চিৎকার করতে থাকে ফ্রান্স সমর্থকরা। ম্যাচ শেষ হওয়ার পরপরই দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজিত বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা দেখা যায়। যা ছড়িয়ে পড়ে ফ্রান্স ও আর্জেন্টিনার খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যেও।

ম্যাচের পাঁচ মিনিটের মধ্যেই ক্রিস্টাল প্যালেস স্ট্রাইকার জিন ফিলিপ মাতেতার গোলে ফ্রান্সের জয় নিশ্চিত হয়। মাইকেল ওলিসের কর্ণারে পোস্টের খুব কাছে থেকে দারুন এক হেডে মাতেতা জয়সূচক গোলটি করেন। সেমিফাইনালে থিয়েরি অঁরির দলের প্রতিপক্ষ মিশর।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.