যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি মাচে ৫ উইকেটের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। এরপর দ্বিতীয় ম্যাচে ৬ রানের ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা। তাই সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য কেবলই মান বাঁচানোর।
শনিবার (২৫ মে) যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রেইরি ভিউ কমপ্লেক্সে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
বাংলাদেশের তুলনায় বিশ্ব ক্রিকেটে অনেকটা নবীন যুক্তরাষ্ট্র। তাই টাইগারভক্তরা আশায় বুক বেঁধেছিলেন হয়তো সহজেই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেবেন শান্ত-সাকিব-রিয়াদরা। তবে প্রত্যাশার সেই বেলুন চুপসে গেছে। প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। তুলনামূলক খর্ব শক্তির দলের বিপক্ষে টানা হারে চারদিকেই সমালোচনা হচ্ছে টাইগারদের নিয়ে।
তাই সিরিজ হারানো বাংলাদেশের জন্য এই শেষ ম্যাচটি হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লড়াই। যদিও এই ম্যচের আগের দিনও অনুশীলন করেনি পুরো দল। সাকিব-শান্তরা হোটেলে বিশ্রামে ছিলেন; মাঠে এসেছিলেন হাথুরুসিংহের ৮ শিষ্য।
এদিকে দ্বিতীয় ম্যাচের মতো শেষ ম্যাচেও একাদশে আসতে পারে পরিবর্তন। বাংলাদেশ যেকোনো মূল্যেই চাইবে ধবলধোলাই এড়াতে। অপরদিকে প্রথমবার আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের সঙ্গে সিরিজ খেলা যুক্তরাষ্ট্রও মুখিয়ে আছে শান্ত-সাকিবদের ধবলধোলাইয়ের লজ্জা দিতে। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের ঘরে রাখা স্বাগতিকরা শেষ ম্যাচটি জিততে মরিয়া হয়েই মাঠে নামবে।
বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে পাঁচ উইকেটে হেরেছে শান্ত-সাকিবরা। দ্বিতীয় ম্যাচে ১৪৫ রানের লক্ষ্য পেয়েও সেটি টপকাতে পারেনি শান্ত-সৌম্যরা। ফলে আইসিসির সহযোগী এই দেশটির কাছে সিরিজ হাতছাড়া হয় বাংলাদেশের।
অবশ্য সিরিজ হারের পর সাকিব আল হাসান জানান, যথেষ্ট প্রস্তুতি নিতে না পারার কারণে সেরাটা দিতে পারছে না ক্রিকেটাররা। তার মতে, এখানকার উইকেট সম্পর্কেও যথেষ্ট ধারণা নেই বাংলাদেশি ক্রিকেটারদের।
সাকিব বলেন, ‘আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি তাহলে আমাদের ব্যাটিং-বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। ফ্যাসিলিটি আরও বেশি থাকা দরকার ছিল। এগুলার কিছুই আমরা পাইনি। একদিন প্রপার নেট সেশন হয়েছে। যেখানে ব্যাটাররা পুরোপুরি সুযোগ পায়নি। এখানে দুই দিকেরই ব্যর্থতা আছে।’
সাকিব আরও বলেন, ‘এক দিন বৃষ্টির জন্য পারিনি। এখানে ৪টা মাঠ আছে। আমরা ৩টা পিচে ব্যাট করতে পেরেছি। এই জিনিসগুলা আরও বেটার হতে পারত।’
সাকিব জানালেন, কোনো দলকে হালকাভাবে নেওয়ার কিছু নেই, ‘টি-টোয়েন্টিতে সব দলই সমান। আমি ওয়েস্ট ইন্ডিজ-এ দল ও নেপালের খেলা দেখেছি তারা ভালো খেলেছে। আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ভালো খেলছে। পাকিস্তানের মতো দল আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে।’
‘টি-টোয়েন্টিতে খেলা যে কারও হতে পারে। নির্দিষ্ট দিনে যে ভালো করবে সে জিতবে। এখানে কোনো কিছু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ১-২ ওভারেই খেলা ঘুরে যায় এখানে। সবসময় এখানে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আপনাকে।’
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh