× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লিটনকে বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন হাথুরু

ক্রীড়া ডেস্ক

১৮ মার্চ ২০২৪, ১২:৪৭ পিএম

দুই ম্যাচের পর বাংলাদেশের স্কোয়াডে চমক বলতে লিটন দাসের বাদ পড়া। ওয়ানডেতে কখনো পারফরম্যান্সের জন্য জাতীয় দলকে বাদ পড়ার রেকর্ড ছিল না ডানহাতি ওপেনারের। অথচ সিরিজের মাঝপথেই পারফরম্যান্সের জন্য লিটনকে বাদ দিয়ে বিকল্প খোঁজে বাংলাদেশ ম্যানেজমেন্ট। 

লিটনের বাদ পড়া নিয়ে ইতোমধ্যে আলোচনা-সমালোচনা চলছে। তবে অভিজ্ঞ এই ওপেনারকে বাদ দেওয়ার ব্যাপারে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বলছেন, সম্প্রতি সময়ের ছন্দহীনতার কথা।

আজ চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে শুরুর আগে সম্প্রচারকারী প্রতিষ্ঠানে কথা বলেছেন হাথরুসিংহে। এ সময় লিটন প্রসঙ্গে এলে তার প্রশংসা করে তিনি বলেন, ‘লিটনের অভিজ্ঞতা সবসময়ই মূল্যবান, এমন একজন খেলোয়াড় যে কোনো সময় নেমে ম্যাচ জেতানোর মতো ইনিংস খেলতে পারে।’ 

অবশ্য বাদ পড়ার কারণ উল্লেখ করে হাথুরু বলেন, ‘এটাও বলা দরকার, কিছু সময় সে ফর্মে নেই। ফলে দুর্ভাগ্যজনকভাবে আমাদের তাকে বাদ দিয়ে ভাবতে হচ্ছে।’

শ্রীলঙ্কা সিরিজে স্পোর্টিং উইকেটে খেলছে বাংলাদেশ। উইকেটে বোলারদের জন্য খুব একটা সুবিধা রাখা হয়নি। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত জানিয়ে হাথুরু বলেন, ‘আগে আমরা ঘরের মাঠের সুবিধা নিতে চেয়েছি, কিন্তু এখন ভাবছি… নিকট ভবিষ্যতে তেমন কিছু নেই, ফলে আমরা ২০২৭ সাল (বিশ্বকাপের) লক্ষ্য রেখে এগোনোর উপায় ভাবছি। এমন উইকেটে খেলার চেষ্টা করছি, যেখানে ব্যাটসম্যান ও বোলার উভয়ই সমানভাবে ম্যাচে থাকে।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.