× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীলংকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

১৮ মার্চ ২০২৪, ১২:০১ পিএম

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।

দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন করেছে বাংলাদেশ। লিটন দাস, তানজিম হাসান সাকিব ও তাইজুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

অন্যদিকে, শ্রীলংকা একাদশে একটি পরিবর্তন হয়েছে। দিলশান মাদুশঙ্কার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার মহেশ থিকশানা।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৫৬টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে টাইগাররা ১১টিতে এবং লঙ্কানরা ৪৩টিতে জিতেছে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

শ্রীলংকা একাদশ

কুশল মেন্ডিস (অধিনায়ক), আবিস্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, হাসারাঙ্গা ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.