× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টাইগারদের সিরিজ বাঁচানোর মিশন আজ

ক্রীড়া ডেস্ক

০৬ মার্চ ২০২৪, ১৩:২৫ পিএম । আপডেটঃ ০৬ মার্চ ২০২৪, ১৩:২৫ পিএম

সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ। যেখানে টাইগারদের জয় ছাড়া বিকল্প নেই। দাঁড়িয়ে আছে খাদের কিনারে, পা ফসকালেই শেষ হবে সিরিজ জয়ের স্বপ্ন। 

বুধবার (৬ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজে টিকে থাকার লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য বদ্ধপরিকর বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে, অভিষিক্ত জাকের আলী অনিক এবং অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের বীরত্বপূর্ণ ইনিংসের পরও প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৩ রানে হারে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলা জাকের। সাহসী ব্যাটিংয়ের জন্য প্রশংসাও কুড়িয়েছেন জাকের। নিজের ইনিংসে ৬ ছক্কা হাঁকান জাকের। যা শুধু অভিষিক্ত ব্যাটার হিসেবেই নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি কোনো ব্যাটার হিসেবেও সর্বোচ্চ।

প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ পায় লঙ্কানরা। তবে সন্ধ্যার শিশিরের কারণে বড় টার্গেট স্পর্শ করার সুযোগ ছিল। কিন্তু টপ-অর্ডারের ব্যর্থতায় ৩০ রানের মাথায় ৩ উইকেট হারায় লাল-সবুজেরা। যা শেষ পর্যন্ত হারের প্রধান কারণ হিসেবে প্রমাণিত হয়েছে। তবে মাহমুদউল্লাহ ও জাকের প্রতিরোধ না গড়লে অনেক আগেই শেষ হয়ে যেত ম্যাচ।

চাপের মধ্যে প্রতিপক্ষকে প্রথম পাল্টা-আক্রমণ করেন প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক অঙ্গনে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা রিয়াদ। জাকেরের ব্যাটিং ঝড়ের আগে ৩১ বলে ৫৪ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ এই ব্যাটার। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য ১২ রানের দরকার ছিল। ওই ওভারে জাকিরসহ দুই উইকেট নিয়ে টাইগারদের জয় বঞ্চিত করেন দাসুন শানাকা।

এদিকে হারের পরও এমন পারফরমেন্স সিরিজে সমতা আনতে বাংলাদেশকে অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সম্ভাব্য একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, জাকের আলি, শেখ মেহেদী, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম সাকিব।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.