× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

ক্রীড়া ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৫ পিএম

জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২৪-এ দ্রুততম মানব হয়েছেন ইমরানুর রহমান ও দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার। 

গতকাল শুক্রবার বিকেলে জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টে তারা প্রথম স্থান অর্জন করেন।

২০২২ সালের ডিসেম্বরে আর্মি স্টেডিয়ামে ৪৬তম জাতীয় অ্যাথলেটিকসে সেরা ছিলেন তারাই। ১০০ মিটার স্প্রিন্টে সেবার ইমরানুরের টাইমিং ১০.৪৯ সেকেন্ড আর শিরিনের ছিল ১২.২০ সেকেন্ড। শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের নতুন ট্র্যাকে দৌড়ে নতুন ইলেকট্রনিক বোর্ডে ইমরানুরের টাইমিং ১০.৩৬ সেকেন্ড। শিরিনের ১২.১১ সেকেন্ড।

নারী বিভাগে ৫ হাজার মিটার দৌড়ে রেকর্ড করেছেন নৌবাহিনীর শাসসুন্নাহার রত্না। সময় নিয়েছেন ১৮.৪৯ সেকেন্ড। নারী শটপুটে ইভেন্টে রেকর্ড করেছেন নৌবাহিনীর জাকিয়া আক্তার। তিনি ১৩.৫২ মিটার অতিক্রম করেছেন। ১৯৯২ সাল থেকে ১২.১৪ মিটার অতিক্রম করে  এ রেকর্ডটি এতদিন  দখলে রেখেছিলেন নেলী জেসমিন।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.