জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২৪-এ দ্রুততম মানব হয়েছেন ইমরানুর রহমান ও দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার।
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টে তারা প্রথম স্থান অর্জন করেন।
২০২২ সালের ডিসেম্বরে আর্মি স্টেডিয়ামে ৪৬তম জাতীয় অ্যাথলেটিকসে সেরা ছিলেন তারাই। ১০০ মিটার স্প্রিন্টে সেবার ইমরানুরের টাইমিং ১০.৪৯ সেকেন্ড আর শিরিনের ছিল ১২.২০ সেকেন্ড। শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের নতুন ট্র্যাকে দৌড়ে নতুন ইলেকট্রনিক বোর্ডে ইমরানুরের টাইমিং ১০.৩৬ সেকেন্ড। শিরিনের ১২.১১ সেকেন্ড।
নারী বিভাগে ৫ হাজার মিটার দৌড়ে রেকর্ড করেছেন নৌবাহিনীর শাসসুন্নাহার রত্না। সময় নিয়েছেন ১৮.৪৯ সেকেন্ড। নারী শটপুটে ইভেন্টে রেকর্ড করেছেন নৌবাহিনীর জাকিয়া আক্তার। তিনি ১৩.৫২ মিটার অতিক্রম করেছেন। ১৯৯২ সাল থেকে ১২.১৪ মিটার অতিক্রম করে এ রেকর্ডটি এতদিন দখলে রেখেছিলেন নেলী জেসমিন।