× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবশেষে বিয়ের পিঁড়িতে নারী ফুটবলার স্বপ্না

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

১৩ জানুয়ারি ২০২৪, ১২:৪৪ পিএম

জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্প থেকে হঠাৎ করে ছুটি নিয়ে আর ফেরেননি স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না। সেই সময় অনেক কথাই উঠেছিলো। অনেক কথার মধ্যে এমনটিও শোনা যাচ্ছিল স্বপ্না বিয়ে করবেন, আর ফুটবল খেলবেন না। স্বপ্নার পরিবার থেকেও বলা হয়েছিল মেয়ে আর ফুটবল খেলবেন না। 

অবশেষে পরিবারের কথাই সত্য হয়ে উঠলো। ফুটবলে আর ফিরলেন না স্বপ্না। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতেই বসলেন নারী ফুটবলার সিরাত জাহান স্বপ্না। পারিবারিকভাবে বিয়ের মাধ্যমে সঙ্গী করে নিলেন পছন্দের প্রবাসী মুন্নাকে।

গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে বিয়ের সাজে দেখা যায় স্বপ্না ও তার বরকে। 

জানা যায়, বিয়ের সাজে পুরো বাড়ি। বিয়ের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছেন। বিয়ের প্যান্ডেলে দাওয়াতী আত্মীয় স্বজনরা খাবার খাচ্ছেন। বাড়ির এক পাশে বরকণের বসার স্থান। সেখানে বর কনে বসে আছেন। সবার সাথে কুশল বিনিময় করছেন স্বপ্না নিজেই।

স্বপ্নার বর সৌদি আরব প্রবাসী সুবেহ সাদিক মুন্না। বাংলাদেশে ব্রাক্ষণবাড়িয়া জেলার পায়রা চর গ্রামের সরকার বাড়ির ছেলে। প্রবাসী বাবার হাত ধরে মুন্না ৫ বছর ধরে সৌদি আরবের একটি কোম্পানিতে চাকরি করছেন।

নারী ফুটবলার স্বপ্না বলেন, ‘আমাদের সম্পর্ক ৪ বছরেরও বেশি সময় ধরে। কিন্তু উনি আমাকে চিনতেন আরও আগে থেকেই। আমার খেলা সব সময় দেখতেন। আমার সম্পর্কে সব কিছুই জানতেন। কিন্তু আমি তাকে চিনতাম না। তার সঙ্গে কথা হওয়ার পরই চিনেছি। তিনি ক্রীড়ামনস্ক মানুষ। তাই পারিবারিকভা‌বে বিয়ে করছি তাকে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। 

গত বছর ২০২৩ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ক্যাম্প থেকে নিজ জেলা রংপুরে চলে যান স্বপ্না এবং  ২৬ মে ফেসবুকে এক স্যাটাটাসের মাধ্যমে  অবসরের ঘোষণা দেন তিনি। 

সিরাত জাহান স্বপ্নার জন্ম ২০০১ সালের ১০ এপ্রিল। বাড়ি  রংপুর শহর থেকে কয়েককিলোমিটার দুরে পালিচড়া এলাকায়। নারী ফুটবলের বেশকিছু সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। ২০১১ সালে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট দিয়ে স্বপ্নার যাত্রা শুরু হয়। খেলেছেন বঙ্গমাতা টুর্নামেন্টের দুটি আসর। এরপর বাংলাদেশ অনূর্ধ্ব–১৬ নারী দলে ডাক পান। ২০১৪ সালে ঢাকায় খেলেন আঞ্চলিক বাছাইপর্ব। ২০১৫ সালে নেপালে এএফসি অনূর্ধ্ব–১৪ ফুটবলের আঞ্চলিক পর্বে বাংলাদেশ শিরোপা জিতেছিল। স্বপ্না ছিলেন সে দলের সদস্য। অনূর্ধ্ব–১৬ এএফসি বাছাইয়েও খেলেছেন ২০১৬ সালে। সে বছরই শিলং–গুয়াহাটি এসএ গেমসে জাতীয় নারী দলের জার্সি পরেন। ২০১৭ সালে নারী সাফে ৫ গোল করেছিলেন। ২০১৮ সালে অনূর্ধ্ব–১৮ নারী সাফে ৮ গোল করেছিলেন তিনি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.