× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

ক্রীড়া ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫০ পিএম

এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ফাইনাল নিশ্চিত করা ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ায় ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। ভারতের অধিনায়ক রোহিত শর্মা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিবের। তাসকিন আহমেদের জায়গায় দলে এসেছেন তিনি। অন্যদিকে শরীফুলের জায়গায় দলে এলেন মুস্তাফিজুর রহমান। এছাড়াও আরেক পেসার হাসান মাহমুদকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছে শেখ মেহেদীকে। আগেই বিসিবি জানিয়েছিল

পারিবারিক কারণে বাংলাদেশে ফিরে আসা দলের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমকে এই ম্যাচে পাবে না বাংলাদেশ। তার জায়গায় আবার সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। এছাড়াও ফর্মহীন নাঈম শেখকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে।

অন্যদিকে আগেই ফাইনাল নিশ্চিত করা ভারত বিশ্রাম দিয়েছে নিয়মিত একাদশের পাঁচ তারকাকে। কোহলি, বুমরাহ, সিরাজ, কুলদীপ ও পান্ডিয়ার জায়গায় দলে এসেছেন তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, প্রদীশ কৃষ্ণা, মোহাম্মদ শামি ও শার্দল ঠাকুর এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে ভারতের তিলক ভর্মার।

ভারতের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ একাদশ 

এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তানজিদ হাসান সাকিব, শেখ মাহেদী ও মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, সুর্যকুমার যাদব, তিলক ভর্মা, লোকেশ রাহুল (উইকেটকিপাপর), ইশান কিশান, শার্দল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, প্রদীশ কৃষ্ণ, মোহাম্মাদ শামি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.