× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাণ্ডবদের ছাড়া চ্যাম্পিয়ন, খুশি নাফিসা কামাল

১৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩১ পিএম । আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৬ এএম

মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম দেশের ক্রিকেটের পাঁচ বড় তারকা। পঞ্চপাণ্ডব নামে ডাকা হয় তাদের। বিপিএলে পাণ্ডবদের দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিদের কাড়াকাড়ি লাগে। তাদের একজনকে পাওয়া মানেই দলের জন্য বাড়তি নির্ভরতা। তবে এবারের আসরে কুমিল্লা নেয়নি পঞ্চপাণ্ডবের কাউকে। তবুও দলটি শিরোপা ঘরে তুলল। এতে বেশ খুশি দলটির কর্ণধার নাফিসা কামাল।

দল সাজানোর সময়ই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল বলেছিলেন, ‘পঞ্চপাণ্ডব’খ্যাত পাঁচ ক্রিকেটারকে শিবিরে নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না তাদের।

সেই পরিকল্পনায় সফল কুমিল্লা। পঞ্চপাণ্ডব ছাড়াই হয়েছে চ্যাম্পিয়ন।

নাফিসা কামাল জানান, কুমিল্লা এবার তরুণদের নিয়ে দল গঠন করতে চেয়েছিল। পরিকল্পনা সফল হয়েছে। মিনিস্টার ঢাকা দলে তিনজন পাণ্ডব ছিলেন। রানার্সআপ দলেও একজন ছিলেন। পাণ্ডবদের ছাড়াই চ্যাম্পিয়ন হওয়াটা অনেক আনন্দের।

এর আগে ২০১৫ এবং ২০১৯ সালের বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। ২০১৫ সালে কুমিল্লার অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা।

২০১৯ সালে এবারের মতো ইমরুল কায়েস অধিনায়ক থাকলেও ফাইনালে ৬১ বলে ১৪১ রানের দানবীয় ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য তামিম ইকবাল।

এবার পঞ্চপাণ্ডবের কেউই ছিলেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। তাদের দলে না নেওয়ার চ্যালেঞ্জ জিতে তাই বাড়তি উচ্ছ্বাস নাফিসা কামালের।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.