× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘোড়ার ধাক্কায় আইসিইউতে পিএসজির গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক

২৯ মে ২০২৩, ০৮:২১ এএম

বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছেন সের্হিও রিকো। ঘোড়ার পিঠ থেকে পড়ে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। ‘গুরুতর অবস্থায়’ পিএসজির গোলরক্ষককে হাসপাতালে নেওয়ার পর তাকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে।

রিকোর দুর্ঘটনায় পড়ার কথা রোববার বিবৃতি দিয়ে জানায় পিএসজি।

স্পেনে এদিন সকালে এই দুর্ঘটনায় পড়েন ২৯ বছর বয়সী রিকো। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, স্পেনের ওয়েলভার এল রোসিও অঞ্চলে ঘোড়ার পিঠে থাকা অবস্থায় নিয়ন্ত্রণহীন আরেকটি ঘোড়ার সঙ্গে সংঘর্ষ হয় তার। এতে ঘোড়ার পিঠ থেকে বেকায়দায় পড়ে যান রিকো।

পরে তাকে হেলিকপ্টারে করে সেভিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়।

স্ত্রাসবুরের সঙ্গে ১-১ ড্র করে শনিবার লিগ ওয়ানের রেকর্ড একাদশ শিরোপা ঘরে তোলে পিএসজি। ওই ম্যাচের পুরোটা সময় বেঞ্চেই ছিলেন রিকো।

শিরোপা জয়ের পর খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে পিএসজি। সেই সুযোগে জন্মভূমি স্পেনে ফিরে যান রিকো। আর সেখানেই দুর্ঘটনায় পড়েন তিনি।

সেভিয়া থেকে ২০১৯ সালে পিএসজিতে যোগ দেন রিকো। এখন পর্যন্ত ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচ খেলেন তিনি।

 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.