× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বিশ্বকাপ ফাইনালের রেফারি

স্পোর্টস ডেস্ক

২৩ মে ২০২৩, ০৪:০৩ এএম

আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচটি কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় বহু প্রশংসিত হয়েছিলেন সিমন মার্চিনিয়াক। এবার সেই পোলিশ রেফারিকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্যও বেছে নিয়েছে উয়েফা।

এক মৌসুমে দুটি বড় ফাইনালে রেফারিংয়ের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। ২০১০ সালে একই সঙ্গে বিশ্বকাপ-চ্যাম্পিয়নস লিগ ফাইনালে দায়িত্ব পালন করা প্রথম রেফারি হলেন ইংল্যান্ডের হাওয়ার্ড ওয়েব। পোল্যান্ডের প্রথম রেফারি হিসেবে কাতার বিশ্বকাপ ফাইনালে দায়িত্ব পালন করেছেন মার্চিনিয়াক। আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের পেনাল্টি শুট আউটে তিনি যেভাবে পরিস্থিতি সামলেছেন, তাতে বহু প্রশংসা কুড়িয়েছেন।

মার্চিনিয়াক এই চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বেও রেফারিংয়ের দায়িত্ব পালন করেছেন। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যানচেস্টার সিটির - গোলে জেতা ম্যাচে ছিলেন তিনি। ম্যাচ পরিচালনা করেছেন শেষ ষেলোয় ইন্টার মিলান-পোর্তের গোল শূন্য ড্র হওয়া ম্যাচটিতেও।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.