শুক্রবার (১২
মে) চেমফোর্ডে স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আছে। আর সেটা যদি
সত্যি হয় তাহলে এই
সিরিজে আরও একবার ব্যাট-বলের লড়াই ছাপিয়ে জয় হবে বৃষ্টির।
আয়ারল্যান্ডের
বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। এবার শঙ্কা জেগেছে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ মাঠে গড়ানো নিয়েও।
ইংলান্ডের
স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, এদিন চেমসফোর্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৪ শতাংশ।
এদিন চেমসফোর্ডে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস
এবং সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ সময় বিকাল ৩:৪৫ মিনিটে
ম্যাচ্টি শুরু হওয়ার কথা রয়েছে।
এর
আগে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তবে দুই ওপেনার দলকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ হন। শুরুতে লিটন দাস কোনো রান না করেই ফিরে
যান। এরপর রান পাননি তামিম ইকবালও ফিরেছেন ১৪ রান করে।
বড় রান করতে ব্যর্থ হন সাকিব আল
হাসান-তাওহীদ হৃদয়রাও। শেষ দিকে মুশফিকুর রহিমের ৬১ রানে ভর
কর ২৪৬ রানের পুঁজি পায় বাংলাদেশ দল।
এরপর
ব্যাট করতে নেমে শুরুতেই আইরিশ শিবিরে আঘাত হানেন শরীফুল ইসলাম, ফিরিয়ে দেন পল স্টার্লিংকে। এরপর
হাসান মাহমুদ বিদায় করেন অধিনায়ক অ্যান্ডি বার্লবিনিকে। এরপর উইকেট তুলে নেন তাইজুল ইসলামও। পরবর্তীতে ৬৫ রানে ৩
উইকেট থাকাকালে বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হওয়ার পর আর কোনো
বল মাঠে গড়ায়নি।
বাংলাদেশ
সময় আগামীকাল বিকাল পৌনে
৪টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি।