× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জন্টি রোডসের দৃষ্টিতে জাদেজাই সেরা ফিল্ডার

স্পোর্টস ডেস্ক

৩০ মার্চ ২০২৩, ০৭:৩৯ এএম

এমনিতে ‘সেরা’ বিষয়ক যে কোনো আলোচনাতেই বিতর্কের অবকাশ থাকে প্রচুর। তা সর্বকালের সেরা হোক বা এই সময়ের বা যে কোনো যুগের সেরা। তবে রোডসের মতো একজন, ফিল্ডিংয়ে যিনি সর্বজন স্বীকৃত কিংবদন্তি, তিনি যখন ফিল্ডিংয়ের সেরা নিয়ে কিছু বলেন, সেটির বাড়তি গুরুত্ব বা ওজন তো থাকেই।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রোডস শুধু জাদেজাকে সেরাই বললেন না, ফিল্ডিংয়ে ভারতীয় অলরাউন্ডারের ধারেকাছে কাউকে রাখছেন না তিনি। 

জন্টি রোডসের কাছে প্রশ্ন ছিল, “এই সময়ের শীর্ষ তিন ফিল্ডার কে কে?” সর্বকালের সেরা ফিল্ডারদের একজন বলে বিবেচিত এই দক্ষিণ আফ্রিকান গ্রেট উত্তর দিতে সময় নিলেন না মোটেও, “এই মুহূর্তে স্রেফ একজনই আছে, রবীন্দ্র জাদেজা।” 

এবারের আইপিএলে লক্ষ্নৌ সুপার জায়ান্টসের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন রোডস। ৫৩ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যানের মতে, ফিল্ডিংয়ের প্রতি দলগুলির দৃষ্টিভঙ্গি ও ফিল্ডিংয়ের সামগ্রিক বদল এসেছে আইপিএল শুরু হওয়ার পর থেকেই।

“আইপিএল যখন শুরু হলো, তখন থেকেই কেবল লোকে ফিল্ডিংয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া শুরু করল। এর আগে সব দলের ফিল্ডিং কোচ ছিল না। ৫০ ওভারের ম্যাচে সময় অনেক, একটি দলে স্রেফ ৩-৪ জন ভালো ফিল্ডার থাকত, ৬-৭ জন ততটা ভালো থাকত না। কিন্তু আইপিএল শুরু হওয়ার পর আমরা দারুণ ফিল্ডিং দেখতে থাকলাম।”

“২০০৮ সাল থেকে পরের এই ১২-১৩ বছরের উন্নতিটা অসাধারণ। আগেও লোকে ফিল্ডিংয়ের কথা বলত, তবে সেটা ছিল স্রেফ ৩-৪ জনকে ঘিরে। এখনও আমরা দেখছি, দল হিসেব ফিল্ডিং সীমানা ছাড়িয়ে নতুন উচ্চতায় উঠছে।”

 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.