× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খুলনা বনাম কুমিল্লার খেলা দিয়ে বিপিএলের শেষের শুরু

অনলাইন ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৯ এএম

- খেলার সময়সূচি

সিলেট পর্ব শেষ করে ঢাকায় ফিরল বিপিএল। আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খুলনা টাইগার্স বনাম  কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএলের শেষ পর্বের শুরু হলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৮ম আসর এখন শেষের পথে। আর মাত্র ৮টি ম্যাচ বাকি আছে। আগামী ১৮ ফেব্রুয়ারি এবারের চ্যাম্পিয়ন দল পাবে বিপিএল। 

খুলনা টাইগার্স বনাম  কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচে টসে জিতে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম।

এই ম্যাচে দুই দলই একাদশে একটি করে পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে। খুলনার একাদশে জায়গা হারিয়েছেন জাকের আলী, তার জায়গায় সুযোগ পেয়েছেন রনি তালুকদার। কুমিল্লার একাদশে আরিফুল হকের জায়গায় খেলছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

এই মুহূর্তে ৮ ম্যাচে ৫ জয় আর ২ পরাজয় নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে সমান ম্যাচে ৪ জয় নিয়ে খুলনা টাইগার্স আছে চার নম্বরে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ফরচুন বরিশাল এবং তিন নম্বরে থাকা মিনিস্টার গ্রুপ ঢাকা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : লিটন দাস, মাহমুদুল হাসান জয়, ফাফ ডু প্লেসি, মঈন আলী, ইমরুল কায়েস (অধিনায়ক), সুনীল নারাইন, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

খুলনা টাইগার্স : আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, রনি তালুকদার, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, সিকান্দার রাজা, থিসারা পেরেরা, রুয়েল মিয়া, খালেদ আহমেদ ও নাবিল সামাদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.