২০১০ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ওডিআই সিরিজে পরপর চার ম্যাচে পরাজিত করার মূহুর্তে জনপ্রিয় ধারাভাষ্যকার আতাহার আলী খান প্রথমবার ‘হোয়াইটওয়াশ’ এর পরিবর্তে ‘বাংলাওয়াশ!’ শব্দটি উচ্চারণ করেছিলেন।
রোববার সীমিত ফরম্যাটের ক্রিকেট সিরিজে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দেয় টাইগাররা। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের সাথে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেই দারুণ সাফল্য। টস হেরে ব্যাট করতে গিয়ে ভালো শুরুর পরও ইংল্যান্ড গুটিয়ে যায় স্রেফ ১১৭ রানে। ৮ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। দলের জয়ে ৪৭ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। এর আগে মাত্র ১২ রানে ৪ উইকেট তুলে নিয়ে জয়ের ভিত গড়ে দেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।
এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে এই প্রথম ইংলিশদের সিরিজ হারায় বাংলাদেশ। এবার অপেক্ষা বাংলাওয়াশের।
“অবশ্যই তৃতীয় ম্যাচটা জেতার চিন্তা নিয়েই খেলব। আমরা যে ধরনের খেলা খেলছি, এই প্রক্রিয়াটা যদি ধরে রাখতে পারি, সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ। জিততে পারলে অবশ্যই এর চেয়ে ভালো কিছু হবে না। বিশ্ব চ্যাম্পিয়ন দল, তাদের বিপক্ষে সিরিজ জিতেছি। শেষ ম্যাচটা জিতে শেষ করতে পারলে আরও ভালো কিছু হবে। তবে এখনও পর্যন্ত আমি খুবই খুশি, দল যেভাবে টি-টোয়েন্টি ক্রিকেটে সাড়া দিচ্ছে।”
প্রথম দুই ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন বাংলাদেশ স্কোয়াডের ১২ ক্রিকেটার। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে খেলা শামীম হোসেনকে দ্বিতীয় ম্যাচে বাইরে রেখে একাদশে নেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। অলরাউন্ড নৈপুণ্যে দলকে জিতিয়ে সামর্থ্যের ছাপ রাখেন মিরাজ।
“মনোযোগ থাকবে জেতার দিকে। অবশ্যই আমরা জিততে চাইব। সেটার মাধ্যমে আমরা যদি (একাদশে) দুই-একটা পরিবর্তন করতে পারি, সেটা দল চাইলে করতে পারে। একটা ভালো দিক আমার কাছে মনে হয়, আমাদের বেঞ্চটা এখন অনেক শক্ত। আমরা যদি কাউকে নিয়েও আসি, শুধু নিয়ে আসার জন্যই হবে না। আমার মনে হয়, যারা আছে এই স্কোয়াডে, সবাই একাদশে খেলার যোগ্যতা রাখে।”
প্রথম দুই ম্যাচের মতো আজও ওপেনিংয়ে লিটন এবং রনি তালুকদার থাকবেন সেটি নিশ্চিত। তিন নম্বরে খেলবেন গত দুই ম্যাচে সেরা পারফর্ম করা নাজমুল  হোসেন শান্ত। অধিনায়ক সাকিব আল হাসান  চার নাম্বার পজিশনটা তৌহিদ হৃদয়কে ছেড়ে দিয়ে ৫ নম্বরে নামবেন সেটিও নিশ্চিত। ছয় নম্বরে থাকবেন আফিফ হোসেন ধ্রুব। সাত নম্বর পজিশনে আগের ম্যাচের সেরা খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ থাকা নিশ্চিত শতভাগ।সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
