× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুশফিক চ্যাম্পিয়ন ও আইকনিক খেলোয়াড়

২৫ জানুয়ারি ২০২২, ০৯:৩৯ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইতিহাসে রান সংগ্রাহকের তালিকায় রাজা ছিলেন তিনি। এবার সে আসন হারিয়েছেন তামিম ইকবালের কাছে। ঘরের মাঠে পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দলে ‘বিশ্রামের’ নামে জায়গা হারান। এবার মুশফিকুর রহিমের চ্যালেঞ্জ নিজের সঙ্গে নিজের, এই চ্যালেঞ্জ হারানো জায়গা পুনরুদ্ধারের। এজন্য ‘প্রিয়' বিপিএলকেই সেরা মঞ্চ হিসেবে পেয়ে যান মুশফিক। তবে বিপিএলে যেন খোলসবন্দি তিনি, রানের দেখা পাচ্ছেন না।

খুলনা টাইগার্সের হয়ে খেলতে নেমে ঢাকার বিপক্ষে আউট হন ৬ রান করে। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ১১ রান। প্রথম ম্যাচটি রনি তালুকদারের সৌজন্যে জিতলেও পরের ম্যাচে হারের স্বাদ পেতে হয় খুলনার। তবে মুশফিকের রান খরা নিয়ে ভাবনা নেই তার দল খুলনার। দলটির ম্যানেজার নাফিস ইকবাল জানালেন, মুশফিক চ্যাম্পিয়ন ও আইকনিক খেলোয়াড়। প্রসেস ঠিক রেখে আবার রানে ফিরবেন।

মিরপুরে দলীয় অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে নাফিস বলছিলেন, ‘সে একজন চ্যাম্পিয়ন এবং আইকনিক খেলোয়াড়। আমরা সবাই জানি ওর সামর্থ্য। অবশ্যই এটা (ফর্ম) নিয়ে চিন্তার কিছু নেই। সে তার প্রসেস ঠিক রাখে। সে বাংলাদেশ ক্রিকেট এবং খুলনা টাইগার্স দলের অন্যতম সেরা প্রতিনিধি। আমরা তাকে নিয়ে আত্মবিশ্বাসী এবং শীঘ্রই সে রানে ফিরবে।’

এবারের বিপিএলে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে খুলনা। যেখানে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচটি হেরে যায় তারা। দুই ম্যাচেই আশানুরূপ হয়নি বোলারদের পারফরম্যান্স। লো স্কোরিং বিপিএলে এক ম্যাচে ১৮৩ এবং পরের ম্যাচে প্রতিপক্ষ তাদের বিপক্ষে তুলেছে ১৯০ রান।

নাফিসের ব্যাখ্যা, ‘দেখুন টি-টোয়েন্টি খেলাটাই এমন। এখানে আগাম বলে দেওয়াটা কঠিন। আশা করি চট্টগ্রাম পর্বে আমরা ঘুরে দাড়াব। আমাদের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় মিসিং ছিল। চট্টগ্রামে তারা দলের সঙ্গে যোগ দিবে।’

সঙ্গে যোগ করেন, ‘সত্যি বলতে আমরা কিন্তু দুইটাই রাতের ম্যাচ খেলেছি। রাতের ম্যাচগুলো হাই-স্কোরিং হয়। শিশির থাকে, বোলারদের জন্য কঠিন। এটা ঠিক গতকাল আমাদের সামর্থ্য অনুযায়ী বোলিং করতে পারিনি। কোচরা রয়েছে, তারা বোলারদের সঙ্গে কাজ করছে।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.