× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছেলের সঙ্গে একই দলে বাবা, আফগান ক্রিকেটে বিরল ঘটনা!

২৩ জানুয়ারি ২০২২, ২৩:৪৭ পিএম

একই দলে ছেলে এবং বাবা। ক্রিকেটার্স বেনিফিট লিগে এ বছর একই দলের হয়ে খেললেন আফগানিস্তানের মুহাম্মদ নবী এবং তার ছেলে হাসান। ভবিষ্যতে জাতীয় দলের হয়েও সম্ভব হলে এক সঙ্গে খেলতে ইচ্ছুক নবী।

অনেক লড়াই করে ক্রিকেট শিখতে হয়েছে নবীকে। তিনি বলেন, “ছোটবেলায় আমার কিছু ছিল না। হাসানের আছে। সম্পূর্ণ আলাদাভাবে বড় হয়েছি আমরা। ওকে বলেছি আমাদের সময় এই ধরনের আধুনিক সরঞ্জাম ছিল না। ক্রিকেট খেলার পরিস্থিতিই ছিল না।”

সেখান থেকে উঠে এসে ২০০৯ সালে আফগানিস্তানের হয়ে অভিষেক ঘটে নবীর। ইচ্ছা আছে আরও কয়েক বছর খেলার। এক সাক্ষাৎকারে নবি বলেন, “আশা করেছিলাম এক সঙ্গে খেলব। আশা করি জাতীয় দলের হয়ে খেলব। আমি এখনও আফগানিস্তানের হয়ে কয়েক বছর খেলতে পারব। বেশ কিছু লিগেও খেলব। হাসান বড় হবে। আশা করব অনূর্ধ্ব ১৯ দলে খেলবে। ক্ষমতা থাকলে জাতীয় দলের হয়েও খেলবে। প্রথমবার এক সঙ্গে খেললাম। ও বেশ চাপে ছিল। ওর প্রতিভা আছে।”

হাসানের বয়স ১৬ বছর, নবীর ৩৭। জাতীয় দলে একসঙ্গে বাবা-ছেলে খেলতে পারবে কি না তা সময়েই বলে দেবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.