× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

থাইল্যান্ডকে ৯ উইকেটে হারালো বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর ২০২২, ০২:৪৫ এএম । আপডেটঃ ০১ অক্টোবর ২০২২, ০২:৪৬ এএম

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

শনিবার সকাল ৯টায় ম্যাচটি শুরু হয় সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে।

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় সফরকারীরা। ব্যাট করতে নেমে ১০ উইকেটে ৮২ রান সংগ্রহ করতে সক্ষম হয় থাইল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন ফান্নিতা মায়া।

এদিকে থাইল্যান্ডের দেয়া ৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন উইকেট কিপার শামীমা সুলতানা ও ফারজানা হক। আউট হয়ে প্যাভিলনে ফেরার আগে ৩০ বলে ৪৯ রানের এক অনবদ্য ইনিংস খেলেন শামীমা। তার আউটের পর ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা মিলে পৌঁছে যান জয়ের বন্দরে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রুমানা আহমেদ। ২টি করে উইকেট শিকার করেন নাহিদা, সানজিদা ও সোহেলী।

বর্তমান সময়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দল আছে দুর্দান্ত ফর্মে। সর্বশেষ ৫ ম্যাচের ৫টিই জিতেছে তারা। অন্যদিকে ৫ ম্যাচের তিনটি জিতেছে থাইল্যান্ড।

এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ও থাইল্যান্ড ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে ম্যাচ খেলবে। ফলে গ্রুপ পর্বে প্রতিটি দলের ম্যাচ দাঁড়াবে ৬টি করে। পয়েন্ট তালিকার সেরা চার দল উঠবে সেমিফাইনালে।

মেয়েদের এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ হলেও, এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে ভারত। টি-টোয়েন্টি সংস্করণে দুটি আর একদিনের সংস্করণে চারটি মিলিয়ে মোট ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.