× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব

টেবিল টেনিস এককে চ্যাম্পিয়ন রুমেল, রানার আপ জাফর দ্বৈতে চ্যাম্পিয়ন জাফর-জোতির্ময়

নিজস্ব প্রতিবেদক

০৫ আগস্ট ২০২২, ০৯:০৮ এএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ ৭ জুন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ ৫ আগস্ট, শুক্রবার সকালে টেবিল টেনিস একক ও দ্বৈত ইভেন্ট অনুষ্ঠিত হয়। 

টেবিল টেনিস ফেডারেশনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে অনুষ্ঠিত পুরুষ এককে চ্যাম্পিয়ন জনকন্ঠের রুমেল খান এবং রানারআপ সংগ্রামের জাফর ইকবাল। তৃতীয় স্থান অর্জন করেন মাই টিভির মাহবুব আলম খান বাবু। 

অপরদিকে পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হন সংগ্রামের জাফর ইকবাল ও যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল জুটি। এই ইভেন্টে রানার আপ হন জনকন্ঠের রুমেল খান ও মাই টিভির মাহবুব আলম খান বাবু। তৃতীয় স্থান অর্জন করেন একাত্তর টিভির হাবিব রহমান-ভোরের আকাশের মাহমুন্নবী চঞ্চল।  

আজ শুক্রবার উডেন ফ্লোর জিমনেসিয়ামে টেবিল টেনিস ইভেন্টের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডস্ট্রিজ লিমিটেড এর সিনিয়র নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। 

ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার তত্বাবধানে খেলা পরিচালনা করেন টেবিল টেনিসের ন্যাশনাল কোচ মোহাম্মদ আলী এবং তার সহযোগি হিসেবে ছিলেন রায়েন ও প্রমিত।  

আগামী ৯ আগস্ট, মঙ্গলবার সদস্যদের শ্যুটিং ইভেন্ট অনুষ্ঠিত হবে।  


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.