× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাতার বিশ্বকাপে জেরার্ড পিকে’কে ফেরাতে চান স্পেনের কোচ

স্পোর্টস ডেস্ক

০৬ জুলাই ২০২২, ০৫:৫৬ এএম

২০২২ কাতার বিশ্বকাপে জেরার্ড পিকেকে স্পেন জাতীয় দলে ফেরাতে চান দলটির কোচ লুইস এনরিকে। স্পেনের প্রভাবশালী সাংবাদিক জেরার্ড মরেনোর বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে দলের ব্যর্থতার দায় মাথায় নিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান পিকে। যদিও ২০১৯ সালের ২৫ মার্চ কাতালুনিয়ার হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে সবশেষ একটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। ৪ বছর আগে অবসর নিলেও স্পেনের ভঙ্গুর রক্ষণভাগে শক্তি ফেরাতে পিকেকে কাতার বিশ্বকাপে চাইছেন এনরিকে।

পিকের সঙ্গে সসম্পর্কটা বেশ দৃঢ় এনরিকের। বার্সেলোনায় স্প্যানিশ ডিফেন্ডারকে কোচিং করানোর সময় দুইজনের মধ্যে সম্পর্ক মসবুত হয়। তবে পিকেকে আবার জাতীয় দলে ফেরানোর কাজটা সহজ হবে না মোটেও।

৩৫ বছর বয়েসে পা দিয়েছেন পিকে। ফর্মটাও আগের মতো নেই। যদিও বার্সার হয়ে গত মৌসুমে মোটামুটি পারফর্ম করেছেন, তবে পুরোনো সেই গতি আর ক্ষিপ্ততা অনেকটাই কমে গেছে। চোটের সঙ্গেও লড়তে হচ্ছে তাকে। এদিকে কাতার বিশ্বকাপের জন্য হাতে সময়ও বেশি নেই। এমন অবস্থায় ২০১০ বিশ্বকাপজয়ী ডিফেন্ডার পিকেকে ফেরানো যাবে কীনা বা ফেরানোর কাজটা কতটা চ্যালেঞ্জিং- এখন সেটিই দেখার অপেক্ষা।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.