ফ্রেঞ্চ ওপেনের এবারের নারী একক ছিল যেন অঘটনের উৎসব। চতুর্থ রাউন্ডের আগেই বিদায় নিয়েছিলেন শীর্ষ দশ বাছাইয়ের নয়জন। তবে এই অঘটনের মৌসুমেও শেষ মুহূর্ত পর্যন্ত অবিচল রইলেন ২১ বছর বয়সী পোলিশ তরুণী ইগা শোয়ানতেক। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে যুক্তরাষ্ট্রের ১৮ বছর বয়সী টেনিস সেনসেশন কোকো গফকে ৬-১,৬-৩ ব্যবধানে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয় করেছেন তিনি।
গফের বিপক্ষে আগের দুই মোকাবিলাতেও জয়ের মুখ দেখেছিলেন শোয়ানতেক। এই জয়ের আগে নিজের একমাত্র গ্র্যান্ডস্লাম জয়ও এসেছে রোলাঁ গাঁরোতেই, তাই ফাইনালের আগে কাগজে-কলমে প্রতিপক্ষের চেয়ে অনেকটা এগিয়েছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। শেষ পর্যন্ত ফাইনাল জয় করে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জয় করেন তিনি।
এ নিয়ে টানা সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের জয়রথটা ৩৫ ম্যাচে নিয়ে গেছেন শোয়ানতেক। এই শতাব্দীতে টানা জয়ের রেকর্ডে র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা শোয়ানতেক ছুঁয়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসকে। টেনিসের উন্মুক্ত যুগে একাধিক ফ্রেঞ্চ ওপেন জেতা দশম নারী খেলোয়াড় হয়ে গেছেন শোয়ানতেক।