× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাপুটে জয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে শোয়ানতেক-কোকো গফ

০৩ জুন ২০২২, ০০:১৪ এএম

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছে গেছেন নারী এককে বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইগা শোয়ানতেক। সেমিফাইনালে রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে ৬-২, ৬-১ সেটে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন এই পোলিশ সেনসেশন।

ফ্রেঞ্চ ওপেনের নারীদের এককে এবার ঘটেছে একের পর এক অঘটন। চতুর্থ রাউন্ডের আগেই বিদায় নিয়েছেন শীর্ষ দশ বাছাইয়ের নয়জন। তবে অঘটনের মৌসুমেও উজ্জ্বল শীর্ষ বাছাই শোয়ানতেক। ফাইনাল পর্যন্ত আসার পথে মোটে একটি সেট হেরেছেন তিনি। 

প্রতিযোগিতামূলক টেনিসে এই নিয়ে টানা ৩৪ ম্যাচে অপরাজিত শোয়ানতেক। আগামী রোববার (৫ জুন) ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জয় পেলে মার্কিন টেনিস তারকা ভেনাস উইলিয়ামসের টানা ৩৫ জয়ের রেকর্ড স্পর্শ করবেন তিনি।

২০২০ সালে মাত্র ১৯ বছর বয়সে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেই নিজের প্রথম গ্র্যান্ডস্লাম জিতে নিয়েছিলেন শোয়ানতেক। সেই লাল দুর্গেই আবারও শিরোপা জয়ের হাতছানি তার সামনে। 

ফ্রেঞ্চ ওপেনের অপর সেমিফাইনালে ইতালির মার্টিনা ট্রেভিসানকে ৬-৩, ৬-১ সেটে হারিয়েছেন ১৮তম বাছাই যুক্তরাষ্ট্রের ১৮ বছর বয়সী টেনিস সেনসেশন কোকো গফ।

আগামী রোববার (৫ জুন) ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে মুখোমুখি হবেন শোয়ানতেক এবং কোকো গফ।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.