× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছাত্রদল সভাপতি শ্রাবণকে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

২১ মে ২০২২, ০৮:৫৯ এএম

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সাইফ মাহমুদ জুয়েল। ছবি- সংগৃহীত

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হয়রানির অভিযোগ তুলেছেন ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

আজ শনিবার (২১ মে) রাজধানীর নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রাবণের পক্ষে এ অভিযোগ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। 

লিখিত বক্তব্যে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ শুক্রবার দিবাগত রাতে ধানমন্ডি এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছিলেন। এসময় সাত-আটজন সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে টানাহেঁচড়া করে তুলে নেওয়ার চেষ্টা চালায়, এ সময় তাদের সঙ্গে দুই গাড়ি পুলিশ ছিল।’

তিনি বলেন, ‘কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও তার সঙ্গে থাকা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের ৪৫-৫০ জন নেতাকর্মীর ওপর পুলিশ অশালীন আচরণ ও মারধরের ঘটনা ঘটায়। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে থেকে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতিকে গ্রেফতার করতে ব্যর্থ হয়ে সেখান থেকে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান আজিজ ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক আব্দুর রহমান বাবুকে বেধড়ক মারধর করে গ্রেফতার করে নিয়ে যায়।’

সাইফ মাহমুদ আরো অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার বিকালে নয়াপল্টন বিএনপি কার্যালয় থেকে বাসায় যাওয়ার পথে গুলশান থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম জাসামকে কাকরাইল মোড় থেকে পুলিশ উঠিয়ে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে রাজধানীর ডিওএইচএস এলাকায় চোখ ও হাত বাধা অবস্থায় তাকে পাওয়া যায়।

সংবাদ সম্মেলনে সাংগঠনিক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.