× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কয়েকটি দল নিরপেক্ষ নির্বাচন ও জনগণকে ভয় পাচ্ছে : এমরান সালেহ প্রিন্স

ডেস্ক রিপোর্ট।

০৮ নভেম্বর ২০২৫, ২০:১৪ পিএম

ছবি: সংগৃহীত।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘আওয়ামী লীগের মতোই জামায়াতসহ কয়েকটি দল নিরপেক্ষ নির্বাচন ও জনগণকে ভয় পাচ্ছে। বিএনপির প্রার্থী তালিকা, নির্বাচন প্রস্তুতি ও জন সমর্থন দেখে তারা ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে দিতে গণভোটসহ বিভিন্ন ইস্যু সামনে এনে উত্তেজনাকর কথা বলছেন। তারা বিভিন্ন নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হচ্ছে।’

আজ শনিবার (৮ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘এরা কিছুদিন ধরে পিআর, জুলাই সনদ নিয়ে শোরগোল করার চেষ্টা করেছে। জনসমর্থন না পেয়ে এখন জাতীয় নির্বাচনের আগে গণভোটের জন্য হৈচৈ করছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট জাতীয় নির্বাচনকে বানচাল করার প্রজেক্ট। পিআরসহ গণভোটের এই প্রজেক্ট আধিপত্যবাদের সাপ্লাই করা।

আধিপত্যবাদ পুনরায় আওয়ামী ফ্যসিবাদকে বাংলাদেশে পুনর্বাসন করতে নির্বাচন বানচালের এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রে যে বা যারা যুক্ত হবে জনগণ তাদের প্রতিহত করবে। গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে একসঙ্গে করতে হবে। এর ব্যতিক্রম বিএনপি ও জনগণ মেনে নেবে না।

তিনি আরো বলেন, “জামায়াতে ইসলমীর ‘আঙুল বাকা করে ঘি খাওয়া’ জনগণ ১৯৭১ সালেই প্রত্যক্ষ করেছে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বে জনগণ আধুনিক সমরাস্ত্রে সজ্জিত তাদের প্রভু পাকবাহিনীসহ রাজাকার বাহিনীকে যুদ্ধের ময়দানে মোকাবেলা করে দেশ স্বাধীন করেছে।’

সমাবেশে এমরান সালেহ প্রিন্স আরো বলেন, ‘বিএনপি এবার জনসমর্থন, দল ও আন্দোলনে ভূমিকা বিবেচনা নিয়ে মনোনয়ন দিয়েছে। বিএনপির সব নেতাকর্মী ও মনোনয়নপ্রত্যাশীদের প্রতি ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতি ঘরে ঘরে খালেদা জিয়া, তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার করতে হবে।

বিএনপি মুক্তিযুদ্ধ, সিপাহি-জনতার বিপ্লব ও ছাত্র গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলবে।’

সমাবেশ ও মিছিলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.