× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপির কাছে ২০ আসন চাওয়ার খবর ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

ডেস্ক রিপোর্ট।

০৫ নভেম্বর ২০২৫, ১৯:৪৭ পিএম

ছবি: সংগৃহীত।

‘বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্যা’ শিরোনামে দৈনিক প্রথম আলোয় প্রকাশিত আলোচিত খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বুধবার (৫ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবরটি অস্বীকার করে।

এনসিপি তাদের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন, আসন সমঝোতা বা ক্ষমতা ভাগাভাগি বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত নেয়নি। এমনকি, এমন কোনো প্রস্তাবও দলের নীতিনির্ধারণী পর্ষদে কখনও গৃহীত হয়নি।

দলটি বিশ্বাস করে, দেশের ভবিষ্যৎ রাজনীতি হবে জনগণের অধিকার, জবাবদিহিতা, সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের ভিত্তিতে। সেই লক্ষ্যেই তারা সারা দেশে সাংগঠনিক প্রস্তুতি ও প্রার্থী যাচাই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

এনসিপি প্রথম আলোর প্রতিবেদনে উল্লিখিত 'সূত্র'কে সম্পূর্ণ অনুমাননির্ভর এবং সাংবাদিকতার মৌলিক নীতির পরিপন্থি বলে মন্তব্য করেছে। তাদের মতে, এই ধরনের খবরে জনগণ বিভ্রান্ত হয়েছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

তাই, জাতীয় নাগরিক পার্টি অবিলম্বে ওই প্রতিবেদনের জন্য দুঃখপ্রকাশ ও সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে।

এনসিপি আবারও জোর দিয়ে বলেছে, তারা কোনো দলের কাছে আসন বা মন্ত্রিসভায় অংশগ্রহণের দাবি তোলেনি। দলটি জনগণের আস্থায় একটি বাংলাদেশপন্থি, দায়িত্বশীল ও স্বতন্ত্র রাজনৈতিক শক্তি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, সম্প্রতি এনসিপি ঘোষণা করেছিল যে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে আসনগুলোতে নির্বাচন করবেন, সেখানে তারা প্রার্থী দেবে না। এই ঘোষণার ঠিক পরপরই সংবাদমাধ্যমে আসন ভাগাভাগি এবং মন্ত্রিসভায় হিস্যার দাবি নিয়ে খবর প্রকাশিত হলো, যার প্রতিক্রিয়ায় এনসিপি এই বিবৃতি দিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.