× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যে কারণে পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা

ডেস্ক রিপোর্ট।

০৩ নভেম্বর ২০২৫, ১৭:১৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করেছেন ফরিদপুরের মুখপাত্র কাজী জেবা তাহসিন। গতকাল রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজ আইডি থেকে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি। তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম দেশে অনিয়ম আর দুর্নীতি হবে না।

অফিসে সেবা প্রদানে স্বচ্ছতা থাকবে। কিন্তু আমাদের সে স্বপ্ন পূরণ হয়নি। এ জন্য গত তিন মাস ধরে ভেবেচিন্তে এ সিদ্ধান্ত নিয়েছি।’

জানতে চাইলে কাজী জেবা তাহসিন কালের কণ্ঠকে বলেন, ‘আমার পদত্যাগের প্রথম কারণ হচ্ছে চাঁদাবাজির কারণে সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটিগুলো স্থগিত করা হয়েছিল।

এই কমিটির নাম ভাঙিয়ে অনেকেই চাঁদাবাজি, দুর্নীতিতে জড়িয়ে ছিল। পুনরায় আবার কমিটিগুলো বহাল করা হলো। তাহলে যারা চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িত ছিল, তারা তো আবার এগুলো করবে। তারপরও ছাত্রদের ওপর যারা হামলা করেছিল, তাদেরও দৃশ্যমান গ্রেপ্তার বা বিচার দেখছি না।

মূলত এই জন্যই আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে সরে দাঁড়ালাম। তবে দেশের ভালো কাজের সঙ্গে আমি সহযোগিতায় থাকব।’

তিনি আরো বলেন, ‘বিভিন্ন অফিসে সেবা প্রদানে ঘুষ, দুর্নীতি আগের মতোই চলমান রয়েছে। জুলাই-আগস্টে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, সে স্বপ্ন পূরণ হয়নি। পূর্বের যে কমিটি আবার বহাল করা হয়েছে এ কমিটির দ্বারা ভালো কোনো কাজ কিংবা ইতিবাচক কোনো অগ্রগতি সম্ভব না। 

তিনি আরো বলেন, ‘গত তিন মাস ধরে এ বিষয়গুলো ভেবে আসছিলাম, সব কাজ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছিলাম। কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথা হয়েছে, পদত্যাগপত্রটি আজকেই পাঠিয়ে দেব।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.