ছবি: সংবাদ সারাবেলা।
সারাদেশে জাতীয়তাবাদী সেচ্চাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যদা ও উৎসাহ উদ্দীপনারসঙ্গে পালিত হয়েছে। দিনটিকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যদায় দিনটি পালনের সংবাদ পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা। তাদের পাঠানো সংবাদ:
চট্টগ্রাম ব্যুরো জানান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গত মঙ্গলবার বিকেল ৩টায় কক্সবাজার মহাসড়ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সাতকানিয়া কেরানিহাট বান্দরবান রাস্তার মাথায় এক আলোচনা সভায় মিলিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সামাজিক কার্যক্রমের মাধ্যমেও দলের মানবসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাদের মতে, স্বেচ্ছাসেবক দল দেশের গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি সমাজে মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুরুল আলম তালুকদার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জমির উদ্দিন মানিক। সভায় আরও বক্তব্য রাখেন জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুর সবুরসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অক্ষুণ্ণ রাখার জন্য কাজ করছে—এ বিষয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল গঠনমূলক ভূমিকা রাখবে। তবে তারা স্পষ্ট করে বলেন, অতীতের আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর ব্যাপক দমন-নিপীড়ন, মিথ্যা মামলা ও গণগ্রেপ্তার চালানো হয়েছিল, যার বিরুদ্ধে আজও দেশের মানুষ ক্ষুব্ধ।
বক্তারা আরও বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে। এই নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে। নেতারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মী রাজপথে থেকে এ লক্ষ্য সফল করবে।
আমাদের নলছিটি( ঝালকাঠি) প্রতিনিধি জানান,
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল এগারোটায় নলছিটি পৌর ভবন সম্মুখে এক পথসভায় বক্তব্য দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জেড আই কামাল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ- আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাজারুল ইসলাম তুহিন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, রানাপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জুলহাস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নলছিটি উপজেলা পৌর কমিটির আহবায়ক কামরুজ্জামান সুমন, সদস্য সচিব সোহেল খান। পথসভা সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা।
এরপর উপজেলার দশটি ইউনিয়ন ও পৌর সভার নয়টি ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের নিয়ে একটি বর্নাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে নলছিটি পৌর ভবন সম্মুখে এসে শেষ হয়।
বাঘাইছড়ি(রাঙামাটি) প্রতিনিধি জানান, স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে সাজেক ইউনিয়নের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের নেতা-কর্মীরা বৃক্ষরোপণের পাশাপাশি সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য ও সাজেক ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী বাবুল, যুগ্ম সম্পাদক নাসিরউদ্দিন পিন্টু, সাজেক ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদশা আলম বাবলা এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সাজেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম পলাশ ও সদস্য সচিব নুরুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh