× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ড. ইউনূসকে পদত্যাগ করতে দেবে না গণঅধিকার পরিষদ- রাশেদ খান

ডেস্ক রিপোর্ট

২৩ মে ২০২৫, ১৯:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস দায়িত্ব শেষ করার আগেই যদি পদত্যাগ করতে চান, তবে তাকে পদত্যাগ করতে দেওয়া হবে না। তিনি বলেন, “. ইউনূস এখন জাতির অভিভাবকের দায়িত্বে রয়েছেন। এই মুহূর্তে তার দায়িত্ব শেষ হওয়ার আগেই সরে যাওয়া দেশের জন্য ক্ষতিকর হবে।

শুক্রবার (২৩ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে যুব অধিকার পরিষদ। তাদের দাবি, সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে দুই ছাত্র উপদেষ্টাআসিফ মাহমুদ মাহফুজ আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

রাশেদ খান বলেন, “আমরা চাই আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হোক এবং ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা হোক। তবে নির্বাচন আয়োজনের আগে বা পরে একটি জাতীয় সরকার গঠনের বিষয়টি অত্যাবশ্যক। তা ছাড়া এই রাষ্ট্রকে জনগণের কল্যাণে রূপান্তর করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সরকার না ডাকলেও গণ অধিকার পরিষদ দেশের সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গঠনের চেষ্টা চালিয়ে যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.